মানস সরোবর নিয়ে একরোখা চিন, ভারতীয়দের ফের নিষেধাজ্ঞা

নয়াদিল্লি: ভারত থেকে মানস সরোবর তথা কৈলাস পর্বত যাওয়ার দু’টি বৈধ রুট একক সিদ্ধান্তে বন্ধ করে রাখল চিন৷ কোভিডের দোহাই দিয়ে ২০২০ সাল থেকে ওই…

নয়াদিল্লি: ভারত থেকে মানস সরোবর তথা কৈলাস পর্বত যাওয়ার দু’টি বৈধ রুট একক সিদ্ধান্তে বন্ধ করে রাখল চিন৷ কোভিডের দোহাই দিয়ে ২০২০ সাল থেকে ওই দু’টি রুটই একক সিদ্ধান্তে বন্ধ করে রেখেছে চিন৷ কৈলাস মানস সরোবর যাত্রা সম্পর্কে বিদেশমন্ত্রকের কাছে দাখিল করা একটি আরটিআই-এর উত্তর পাওয়া গিয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে৷ সেখানে ২০১৩ এবং ২০১৪ সালে ভারত-চিনের মধ্যে স্বাক্ষরিত দু’টি চুক্তির অণুলিপিও প্রকাশ করেছে সরকার৷

ভারতের সঙ্গে হওয়া এই দুই চুক্তিতেই লেখা রয়েছে, কোনও দেশই একক সিদ্ধান্তে এই রুট বন্ধ করতে পারবে না, প্রতি পাঁচ বছরে এই চুক্তির মেয়াদবৃদ্ধি হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এ নিয়ে দু’দেশের মধ্যে কোনও মতানৈক্য তৈরি হয়৷ প্রথম চুক্তিটি হয়েছিল ভারতের তৎকালীন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের মধ্যে৷ সেখানে লেখা হয়েছিল, মানস যাত্রার জন্য লিপুলেখ পাসের রুট খুলে দেওয়া হচ্ছে৷ কৈলাস মানসরোবর যাত্রার দ্বিতীয় রুট নাথু লা পাসের মাধ্যমে যাত্রা শুরু করার জন্য ১৮ সেপ্টেম্বর, ২০১৪-সালে ইয়ের সাথে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ দ্বিতীয় চুক্তিটি স্বাক্ষর করেছিলেন। কিন্তু, কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে এই দুই চুক্তির কোনও ধারধারছে না চিন৷