পুলওয়ামায় জঙ্গি হামলার পর পাকিস্তানকে প্রশংসা চিনের

বেজিং: পুলওয়ামায় জঙ্গি হানার পরে ভারত ও পাকি উত্তেজনা ছড়িয়েছে বিশ্বের দরবারে৷ মার্কিন, ফ্রান্স, রাশিয়ার চাপে বেসামাল পাকিস্তান৷ আন্তর্জিক মহলে চাপ বাড়লেও ফের ইসলামাবাদের পাশে এসে দাঁড়াল বেজিং৷ পুলওয়ামায় জঙ্গি হানার পর পাকিস্তান সংযম দেখিয়েছে বলে এবার বিবৃতি দিল চিনা প্রশাসন৷ কছুদিন আগেই পাকিস্তানে গিয়েছিলেন চিনের উপ বিদেশমন্ত্রী কং শুয়ানইউ৷ তারপরে বৃহস্পতিবার চিনের বিদেশ মন্ত্রক

205972749582b0985f864d179e2a32f4

পুলওয়ামায় জঙ্গি হামলার পর পাকিস্তানকে প্রশংসা চিনের

বেজিং: পুলওয়ামায় জঙ্গি হানার পরে ভারত ও পাকি উত্তেজনা ছড়িয়েছে বিশ্বের দরবারে৷ মার্কিন, ফ্রান্স, রাশিয়ার চাপে বেসামাল পাকিস্তান৷ আন্তর্জিক মহলে চাপ বাড়লেও ফের ইসলামাবাদের পাশে এসে দাঁড়াল বেজিং৷

পুলওয়ামায় জঙ্গি হানার পর পাকিস্তান সংযম দেখিয়েছে বলে এবার বিবৃতি দিল চিনা প্রশাসন৷ কছুদিন আগেই পাকিস্তানে গিয়েছিলেন চিনের উপ বিদেশমন্ত্রী কং শুয়ানইউ৷ তারপরে বৃহস্পতিবার চিনের বিদেশ মন্ত্রক থেকে বিবৃতি দিয়ে পাকিস্তানের প্রশংসা করা হল৷ বিবৃতিতে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের সীমান্তে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার ওপরে নজর রাখছে চিন। শুরু থেকেই পাকিস্তান শান্ত আছে। দুই দেশের উত্তেজনা যাতে কমানো যায়, তার চেষ্টা করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *