বাড়ছে চাপ! জাতীয় নিরাপত্তায় বড়সড় বদল ঘটাল চিনা প্রশাসন

বাড়ছে চাপ! জাতীয় নিরাপত্তায় বড়সড় বদল ঘটাল চিনা প্রশাসন

0e3903de31aa90b30dae459cc297d4a4

 

বেজিং: হংকং-এর নতুন জাতীয় নিরাপত্তা সংস্থার ডিরেক্টর পদে জেং ইয়ানজিওংকে নিয়োগ করল বেজিং৷ শুক্রবার খবরটি জানিয়েছে চিনের জাতীয় সংবাদ সংস্থা জিনহুয়া৷ এর আগে দক্ষিণী প্রদেশ গুয়াংডং-এর কমিউনিস্ট পার্টি কমিটির সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছেন জেং৷ 

২০১১ সালে উকান গ্রামে সরকারের জমি অধিগ্রহণের বিনিময়ে ক্ষতিপূরণ চেয়ে বিক্ষোভ শুরু করেছিলেন স্থানীয় মানুষ৷ সেই সময় দক্ষিণের শানউই শহরের দলীয় প্রধান হিসাবে বিক্ষোভকারীদের প্রতি কঠোর অবস্থান নিয়েছিলেন বছর ৫৭-র জেং৷ এ নিয়ে কম বিতর্কও হয়নি৷ সেই সময় একটি অভ্যন্তরীণ বৈঠক থেকে ফাঁস হওয়া ভিডিয়ো ক্লিপিং-এ গ্রামবাসীদের কড়া সমালোচনা করতে দেখা গিয়েছেল জেংকে৷ এমনকী বিদেশী সংবাদমাধ্যমকে ‘পচা’ বলেও অভিহিত করেন তিনি৷  গুয়াংডংয়ের বাইরে কোনও পদে কখনও দায়িত্ব নেননি জেং৷ ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত এই প্রদেশেই প্রচারের দায়িত্বে ছিলেন তিনি৷  

হংকংয়ের জন্য নতুন জাতীয় নিরাপত্তা আইন তৈরি করেছে বেজিং৷ এই আইন মোতাবেক তৈরি হয়েছে জাতীয় নিরাপত্তা সংস্থা৷ এই নয়া নিরাপত্তা আইনের বলে হংকংয়ের উপরে চিনের রাশ আরও দৃঢ় হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে আমেরিকা, ব্রিটেন-সহ পশ্চিমী দেশগুলি। কিন্তু বেজিং-এর দাবি, বিচ্ছিন্নতাবাদ, দেশদ্রোহ, সন্ত্রসাবাদ ও বিদেশি হস্তক্ষেপের হাত থেকে হংকংকে বাঁচাতেই এই নতুন আইন আনা হয়েছে৷ জাতীয় নিরাপত্তা সংস্থা বিচ্ছিন্নতাবাদ, সন্ত্রাস এবং বিদেশি বাহিনীর সঙ্গে হাত মেলানোর অপরাধে কোনও ব্যক্তিকে যাবজ্জীবনের সাজাও দিতে পারে৷ এই নয়া আইন চিনের এই স্বশাসিত অঞ্চলে একনায়কতন্ত্রের সূচনা করেছে৷ চিনের শাসন থেকে মুক্তি চাওয়া নিয়ে টু শব্দ করলেই নতুন নিরাপত্তা আইনে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হবে বলেও জানানো হয়েছে৷ ইতিমধ্যেই হংকংজুড়ে শুরু হয়ে গিয়েছে গ্রেফতারি৷ 

দীর্ঘদিন ব্রিটিশ অধীনে ছিল হংকং৷ ২৩ বছর আগে তা চিনের হাতে আসে৷ অধিগ্রহণের সময় চিন প্রতিশ্রুতি দিয়েছিল, হংকং-এ নাগরিকদের স্বাধীনতাকে সম্মান করা হবে৷ কিন্তু ২৩ তম স্বাধীনতা দিবস পালনের আগেই নয়া নিরাপত্তা আইন ঘোষণা করে বেজিং৷ প্রতিবাদে ফেটে পড়ে হংকং৷ জ্বলতে শুরু করে বিদ্রোহের আগুন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *