বেজিং: অস্ত্র আর সেনা বাহিনীর আধুনিকীকরণের বিষয়ে অনেকটাই এগিয়ে গিয়েছে চিন৷ এমনকি চিনের যুদ্ধবিমান ও অস্ত্র চ্যালেঞ্জ দিচ্ছে বিশ্বের সমস্ত দেশকে৷ কিন্তু সেই চিনেও রয়েছে এক শত্রু, সেনার কামানকেও নাকি তারা ভয় পাচ্ছে না। এবার সেই শত্রুকে মারতেই সেনার অস্ত্র ব্যবহার করছে চিন। না সেই শত্রু কোন ভিনদেশী নয়, শত্রুর নাম মশা।
বলা হচ্ছে, সমস্ত যুদ্ধ মিলিয়ে যত মানুষের মৃত্যু হয়েছে, তার থেকেও বেশি মানুষের প্রাণ গিয়েছে মশার কবলে। আর এই শত্রু নিধনে এবার যুদ্ধ ঘোষণা চিনের৷ মশা মার ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে যে প্রযুক্তি ব্যবহার করা হয়, অনেকটা সেই প্রযুক্তি ব্যবহার করে এবার মশার বংশ ধ্বংস করতে চায় চিন৷ বেটিং ইনস্টিটিউট অফ টেকনোলজি ডিফেন্স তৈরি হয়েছে বিশেষ ব়্যাডার৷ আশেপাশে প্রায়ই দু’কিলোমিটার এলাকাজুড়ে মশা খুঁজে খুঁজে মারার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ ব়্যাডারের মাধ্যমে মশা চিহ্নিত করে একটি ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ ছাড়া হবে৷ তাতে দু’কিলোমিটারের মধ্যে সমস্ত মশা খুঁজে খুঁজে মারবে চিনা অস্ত্র৷