কক্সবাজার : বাংলাদেশের কক্সবাজারে চলতি অর্থবছরের মধ্যেই একটি পূর্ণাঙ্গ সাবমেরিন ঘাঁটি নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছে চিনের রাষ্টায়ত্ব প্রতিষ্ঠান পিটিআই। সাবমেরিন রাখা ও পরিচালনার জন্য প্রস্তাবিত এই ঘাঁটি নির্মাণে ব্যয় হবে ১০,৩০০ কোটি টাকা।
সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ও চিন সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে চিনা প্রতিষ্ঠানটিকে এই কাজ দেওয়া হয়। ১০ বছরের মধ্যে ২০২৭-২৮ সালের দিকে এই স্থায়ী ঘাঁটি নির্মাণের কাজ শেষ হবে বলে ধারণা করা হছে।
এতে জেটি, ব্যারাক, একটি গোলাবারুদের ডিপো, মেরামত ব্যবস্থা, প্রশিক্ষণ সুবিধাদি থাকবে।বাংলাদেশ নৌবাহিনী এই প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের কনসালটেন্সি ফি পরিশোধের জন্য বাংলাদেশের বিদায়ী অর্থবছরের বাজেটে ৫৪ কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়। বাংলাদেশ নৌবাহিনী ২০১৬-১৭ সালে চিনের কাছ থেকে দুটি সাবমেরিন সংগ্রহ করে। বর্তমানে কক্সবাজারের অস্থায়ী ঘাঁটি থেকে এগুলো পরিচালনা করা হছে।