ওয়াশিংটন: চিনকে যদি উন্নয়নশীল দেশ বলে বিবেচনা করা হয়, তাহলে আমেরিকাও উন্নয়নশীল দেশ৷ শুক্রবার হোয়াইট হাউজে সাংবাদিক বৈঠকে চিনের বিরুদ্ধে এই ভাষাতেই আক্রমণ শানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷
এদিন তিনি বলেন, ‘‘চিন অবিশ্বাস্য ভাবে আমাদের এবং অন্যান্য দেশের থেকে সুবিধা লুটেছে৷ আপনারা জানেন, চিন একটি উন্নয়নশীল দেশ হিসাবে বিবেচিত হয়৷ আমি বলছি ভালো৷ তাহলে এবার আমাদেরও উন্নয়নশীল দেশ ভাবুন৷’’
চিন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘উন্নয়নশীল বলে ওরা সুবিধা নিচ্ছে৷ ভারতও উন্নয়নশীল দেশ৷ মার্কিন যুক্তরাষ্ট্র একটা উন্নত দেশ৷ ভালো, তবে আমাদেরও উন্নয়ন করার অনেক কিছু আছে৷’’ ট্রাম্প বলেন, আমেরিকার মদতেই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (WTO)-এর সঙ্গে হাত মেলানোর পর চিনের অর্থনীতি ফুলেফেঁপে উঠতে শুরু করে৷ চিনের ইতিহাস দেখলে আপনারা বুঝতে পারবেন, WTO-র সঙ্গে কাজ শুরু করার পরই চিনের অর্থনীতি রকেটের গতিতে উড়তে থাকে৷ এর আগে তারা মাটিতেই পড়েছিল৷
ট্রাম্প বলেন, ‘‘সত্যি বলতে কয়েক দশক ধরে তারা ধরাশায়ী ছিল৷ কিন্তু WTO –তে আসার পরই সব পালটে যায়৷ তারা সুযোগের সদব্যবহার করেছিল৷ আমি ওদের দোষ দিচ্ছি না৷ কিন্তু যাঁরা এখানে ছিল, তাঁরা এতটাই বোকা ছিল যে, ওদের সুযোগ করে দিয়েছিল৷’’ মার্কিন প্রেসিডেন্ট বলেন, গত ৩০ বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা নিচ্ছে চিন৷ আমেরিকাকে লুটে নিয়েছে৷ ওদের কখনোই এতটা সুযোগ দেওয়া উচিত হয়নি৷ ট্রাম্প আরও বলেন, ‘‘এখন আমি ক্ষমতায় এসেছি৷ আপনারা জানেন চিনের থেকে বিলিয়ন বিলিয়ন ডলার শুল্ক আদায় করছে আমেরিকা৷’’