বেজিং: জনসংখ্যা নিয়ে চিন্তা বেড়েই চলেছে চিনের। সাম্প্রতিক একটি রিপোর্ট সামনে এসেছিল এবং তাতে দেখা গিয়েছিল, গত ছয় দশকে প্রথমবার চিনের জনসংখ্যা হ্রাস পেয়েছে। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে কমে গিয়েছে সেদেশের লোকবল। তাই আশঙ্কা করা হচ্ছে এর প্রভাব দেশের অর্থনীতিতে পড়তে পারে। জনসংখ্যা শুধু নয়, জন্মহারও হ্রাস পাচ্ছে ভারতের প্রতিবেশী দেশে। তাই এবার পরিস্থিতি সামাল দিতে অন্য পন্থা নিচ্ছে দেশ। শুক্রাণু দান করার অনুরোধ জানান হচ্ছে দেশের পুরুষদের।
আরও পড়ুন- উদ্ধার দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্স, জানেন তিন দশকে ২৭টি বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে নেপাল
কোভিড অতিমারির পর থেকে জনসংখ্যা নিয়ে চিন্তা বেড়েছে চিনের। বিভিন্ন শহরের চিকিৎসাকেন্দ্রে শুক্রাণুর ভাঁড়ার শূন্য হয়ে গিয়েছে। এই অবস্থায় কলেজপড়ুয়াদের কাছে শুক্রাণু দান করার অনুরোধ জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করছে বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রগুলি। কিন্তু ঠিক কী বলা হচ্ছে এই পোস্টগুলিতে? জানা গিয়েছে, চিকিৎসাকেন্দ্রগুলি পোস্ট করে জানিয়েছে, শুক্রাণু দান করলে হাত খরচ দেওয়া হবে। একই সঙ্গে তারা যে সমাজসেবার জন্য কাজ করছে এই ভাবনাও ব্যক্ত করা হচ্ছে পড়ুয়াদের কাছে। সূত্রের খবর, হাসপাতালগুলি ছাড়াও দেশের অন্যান্য জায়গার স্পার্ম ব্যাঙ্কগুলিও এই ধরনের পোস্ট দিচ্ছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে মহিলা সেনাকর্তা!Shiva Chouhan first woman officer deployed at Siachen” width=”560″>
তবে যে কেউই শুক্রাণু দান করতে পারবে এমনটা নয়। তার জন্য বেশ কিছু নিয়মের কথাও বলা হয়েছে। যেমন ২০ থেকে ৪০ বছর বয়সীরা এই কাজ করতে পারবে। অন্যদিকে যিনি দান করতে চান তার কোনও রকম সংক্রামক রোগ বা জিনগত রোগের ইতিহাস থাকলে হবে না। এই ধরনের কিছু পরীক্ষা নেওয়া হবে, তাতে পাশ করলেই শুক্রাণু দান করা যাবে। আর এই দানের জন্য ভারতীয় মুদ্রায় ৫৫ হাজার থেকে ৬১ হাজার টাকা পর্যন্ত দেওয়ার কথা ঘোষণা হয়েছে। উল্লেখ্য, পরিসংখ্যান অনুযায়ী ২০২২ সালের শেষে চিনের মোট জনসংখ্যা ১৪১ কোটি ১৭ লক্ষের কিছু বেশি। কিন্তু তা ২০২১ সালের জনসংখ্যার থেকে প্রায় ৮ লক্ষ কম।