ওয়াশিংটন: পুলওয়ামার জঙ্গিহানার পর জৈশ এ মহম্মদ প্রধান মাসুদ আজহারকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণা করা প্রস্তাবে ফের জল ঢেলে দিল চিন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে তারা আপত্তি জানিয়েছে। চিনের এই ভূমিকায় হতাশ ভারত।
বিদেশমন্ত্রক জানিয়েছে, ভারত অন্য সবরকম পন্থায় চেষ্টা চালিয়ে যাবে। অন্যদিকে, কংগ্রেস এই কূটনৈতিক ব্যর্থতার জন্য কেন্দ্রকে দায়ী করেছে। তাদের কথা, নরেন্দ্র মোদির বিদেশনীতি পরপর ব্যর্থতার সম্মুখিন। চিনের ভূমিকায় স্পষ্ট, তারা সন্ত্রাসের আঁতুড়ঘর পাকিস্তানের পরম বন্ধু। ১৯৯৯ সালে কান্দাহার বিমান ছিনতাইয়ের পর মাসুদকে ভারতীয় জেল থেকে মুক্তি দেওয়ার প্রসঙ্গ তুলেও কংগ্রেস আক্রমণ করেছে বিজেপিকে। সেসময় কেন্দ্রে বিজেপির সরকার ছিল। কংগ্রেস মুখপাত্র রণদীর সূর্যেওয়ালা বলেছেন, ৫৬ ইঞ্চির ছাতির মোদির জড়িয়ে ধরার কৌশল আর চিনা প্রেসিডেন্টের সঙ্গে দোলনায় পাশাপাশি বসে দোলার পরও চিন-পাকিস্তান ভারতকে রক্তচক্ষু দেখাচ্ছে।