ভারতের আরও একটি গ্রাম দখল করল চিন সেনা, তুঙ্গে উত্তেজনা

নয়াদিল্লি: ডোকলামের স্মৃতি উস্কে ফের ভারতীয় ভূখণ্ডে ঢুকল চিনা সেনা৷ জম্মু ও কাশ্মীরের লাদাখ সীমান্তের দেমচক গ্রামে ঢুকে পড়েছে চিন৷ জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ৬ জুলাই লাদাখের দেমচক গ্রামের তিব্বতি সম্প্রদায়ের মানুষ ধর্মগুরু দলাই লামার জন্মদিন পালন করছেলেন৷ সেই সময় চিনের লাল ফৌজ আন্তর্জাতিক সীমান্ত পেড়িয়ে ওই গ্রামে ঢুকে আসে বলে জানা গিয়েছে৷ তাঁদের সঙ্গে

b063798e00b96b0416b61dc1dd3859fc

ভারতের আরও একটি গ্রাম দখল করল চিন সেনা, তুঙ্গে উত্তেজনা

নয়াদিল্লি: ডোকলামের স্মৃতি উস্কে ফের ভারতীয় ভূখণ্ডে ঢুকল চিনা সেনা৷ জম্মু ও কাশ্মীরের লাদাখ সীমান্তের দেমচক গ্রামে ঢুকে পড়েছে চিন৷

জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ৬ জুলাই লাদাখের দেমচক গ্রামের তিব্বতি সম্প্রদায়ের মানুষ ধর্মগুরু দলাই লামার জন্মদিন পালন করছেলেন৷ সেই সময় চিনের লাল ফৌজ আন্তর্জাতিক সীমান্ত পেড়িয়ে ওই গ্রামে ঢুকে আসে বলে জানা গিয়েছে৷

তাঁদের সঙ্গে সে দেশের পতাকাও ছিল৷ সঙ্গে সঙ্গেই ওই গ্রামের প্রধান খবর দেন উর্ধ্বতন কর্তৃপক্ষকে৷ যদিও সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, চিনা সেনারা সাধারণ নাগরিকের পোশাকেই সেখানে এসেছিলেন৷ তাঁদের সঙ্গে কোনও অস্ত্রও ছিল না৷ তবে, ঠিক কী কারণে চিনা সেনা বাহিনীর সদস্যরা দেমচক গ্রামে এসেছিলেন সেই নিয়ে ধোঁয়াশা অব্যহত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *