ফের ফুটবল মাঠে সমর্থকদের হইচই, মেসির দেশে মৃত্যু হল একজনের

ফের ফুটবল মাঠে সমর্থকদের হইচই, মেসির দেশে মৃত্যু হল একজনের

বুয়েনোস আইরেস: ইন্দোনেশিয়ায় এক ফুটবল ম্যাচ ঘিরে দুই ফুটবল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছিল ১৭৮ জনের। কিছুদিন আগের এই ঘটনা সকলকে যেন নাড়িয়ে দিয়েছিল। এবার এই একই রকম ঘটনা ঘটল বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির দেশ আর্জেন্টিনায়। আবার ফুটবল মাঠে হাঙ্গামার ঘটনায় মৃত্যু হল সমর্থকের, আহত একাধিক।

আরও পড়ুন- ভারতের জার্সিতে আবেগে ঝুলন, শেষ ম্যাচকে স্মরনীয় করতে লর্ডসকে তুলে আনা হচ্ছে কলকাতায়

আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসের থেকে ৫০ কিমি দূরে লা প্লাতার কার্মেলো জেরিলো স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল জিমনাসিয়া এবং বোকা জুনিয়র্স। এই দুই দলের ম্যাচ শুরু হওয়ার পরমুহূর্ত থেকেই উত্তাপ সৃষ্টি হয়। আসলে এখানে মাঠে বিপক্ষ ক্লাবের সমর্থকদের প্রবেশাধিকার ছিল না। কিন্তু আসনসংখ্যার থেকেও বেশি দর্শক ঢুকতে চাইছিলেন। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কাঁদানে গ্যাস ছুড়তে শুরু করে, লাঠিচার্জ করা হয়। মাঠের ভিতরেও অবস্থা খারাপ হয়ে যায়। গ্যাসের কারণে কেউই শ্বাস নিতে পারছিলেন না। ভিড়ের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে এক সমর্থকের মৃত্যু হয় বলে খবর। ম্যাচ শুরুর ৯-১০ মিনিটের মধ্যেই খেলা বন্ধ হয়ে যায়।

ইন্দোনেশিয়ার ফুটবল লিগে শনিবার জাভার দুই ক্লাব আরেমা এবং পার্সিবায়া সুরাবায়ার মধ্যে খেলা ছিল। এই ম্যাচে আরেমা ২-৩ ব্যবধানে হেরে যায়। ব্যস, ম্যাচ শেষ হতে না হতেই দুই দলের সমর্থকদের মধ্যে বিবাদ শুরু হয়। কার্যত ‘দাঙ্গা’ লেগে যায় তাদের মধ্যে। শত শত বিক্ষুব্ধ সমর্থক মাঠে নেমে পড়ে। সেই একই ধরণের চিত্র ধরা পড়ল মেসির দেশেও।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 12 =