ওয়াশিংটন: চোখ রাঙাচ্ছে করোনা৷ স্তব্ধ গোটা বিশ্ব৷ গৃহবন্দি জনজীবন৷ করোনা রুখতে চলছে একের পর এক গবেষণা৷ কীভাবে মারণ এই রোগ নিয়ন্ত্রণে আনা যায়, তা নিয়ে দিন-রাত পরিশ্রম করছেন গবেষকরা৷ এবার করোনা সংক্রান্ত নয়া গবেষণা রিপোর্টে প্রকাশ করে চাঞ্চল্যকর দাবি করল সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন৷
নয়া গবেষণা রিপোর্টে দাবি করা হয়েছে, হাওয়ায় অন্তত ১৩ ফুট পর্যন্ত উড়তে পারে মারণ করোনা ভাইরাস৷ নয়া গবেষণায় সামাজিক দূরত্ব ১৩ ফুট পর্যন্ত রাখার সুপারিশ করা হয়েছে৷ মার্কিন গবেষণা সংস্থা সিডিসির রিপোর্টে জানানো হয়েছে, সামাজিক দূরত্ব কমপক্ষে ১৩ ফুট রাখা প্রয়োজন৷ কেননা, মারণ করোনা ইতিমধ্যেই ভয়ংকর ভাবে ছড়িয়ে পড়ছে৷ আইসিইউ কর্মীদের জুতোর সোলে মিলেছে করোনা ভাইরাসের সন্ধান৷ জুতোর সোল এই রোগের বাহক হিসেবে কাজ করতে পারে৷ একই সঙ্গে কম্পিউটারের মাউস, আবর্জনার পাত্রে ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে৷
মার্কিন গবেষণা সংস্থার দাবি, করোনাভাইরাস আইসিইউর কর্মীদের জুতোর মধ্যে মিলেছে৷ এই ধরণের রোগের বাহক হিসেবে কাজ করতে পারে জুতো৷ একই সঙ্গে কম্পিউটারের কিবোর্ড, মাউসের মাধ্যমেও এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে৷ আর তার জেরে সংক্রমিত হওয়ারও আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন ওই সংস্থা৷ হাসপাতালকর্মী রোগীদের বেড রোলিংয়েও মিলেছে ভাইরাসের সন্ধান আর সেই কারণে মার্কিন গবেষণা সংস্থার দাবি, করোনার বিরুদ্ধে খুব সচেতনভাবে পদক্ষেপ নিতে হবে৷ একটু ভুল হলেই সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে৷ ফলে ঘনঘন হাত ধোয়া ও পরিস্কার পরিচ্ছন্ন থাকা আবশ্যক বলেও জানিয়েছে ওই সংস্থা৷
মার্কিন সংস্থার রিপোর্ট দেখুন বিস্তারিত- https://wwwnc.cdc.gov/eid/article/26/7/20-0885_article