মাতৃস্নেহের নজির! অসুস্থ ছানাকে নিয়ে হাসপাতালে হাজারি মা বিড়াল

মাতৃস্নেহের নজির! অসুস্থ ছানাকে নিয়ে হাসপাতালে হাজারি মা বিড়াল

ইস্তানবুল: একেই বলে মাতৃস্নেহ৷ শিশুরু প্রতি মায়ের টান৷ সে মানুষ হোক কিংবা প্রাণিজগৎ৷ মায়ের কি আর বিকল্প হয়? প্রবাদ আছে, যাঁর মা নেই, তাঁর কিছুই নেই৷ সত্যিই প্রবাদের বাবস্তাব উপলব্ধি জানানেন, ভুক্তভোগীরা৷ এ তো না হয়, গেল মনুষ্যজাতির কথা৷ কিন্তু, বিড়াল? হ্যাঁ, মাতৃস্নেহ কাকে বলে, এই মা বিড়ালের নজির না দেখলে বোঝা কঠিন৷ সযত্ন কামড়ে মুখে ধরা অসুস্থ দুগ্ধপোষ্যকে হাসপাতালে হজির মা বিড়াল৷

তখনও হাসপাতালে জরুরি বিভাগে রোগীদের ভিড়৷ একের পর রোগী ঢুকছে হাসপাতালে৷ ব্যস্ত চিকিৎস, স্বাস্থ্যকর্মীর৷ কিন্তু, হঠাৎ এক স্বাস্থ্যকর্মীর নজরে পড়ে, তাঁর পায়ে কাছে নিস্পাপ চোখে ঘুর ঘুর করছে মা বিড়াল৷ মুখ দুগ্ধপোষ্য ছানা৷ কখনও মেঝেতে রাখছে, কখনও আবার মুখে তুলে  ম্যাঁও ম্যাঁও ডাক৷ যেন কাছে কিছু একটা বলতে চাইছে সে৷  তুচ্ছ জীবন, কী আর বলতে পারবে বিড়াল? কিন্তু, মা বিড়াল চোখের ভাষা বুঝতে ভুল করেননি তুরস্কের ইস্তানবুল হাসপাতালের চিকিৎসকরা৷

বুঝতে পেরেছিলেন, বিড়াল ছানাটি কিছু একটা হয়েছে৷ এগিয়ে আসেন এক স্বাস্থ্যকর্মী৷ দেখেন বেশ অসুস্থ বিড়াল ছানা৷ এখন সুশ্রুষার প্রয়োজন৷ বিষয়টি বোঝার পর আর এক মুহূর্ত দেরি করেননি চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা৷ দুধ এনে ছানাটিকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়৷ তখনও ছানার পাশে ঠায় বসে মা বিড়াল৷ পরে, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে দু’জন পশু চিকিৎসক ডেকে পাঠানো হয়৷ পশু চিকিৎসক ঘটনাস্থলে পৌঁছে ছানাটিকে পরীক্ষা-নিরীক্ষা করেন৷ ওষুধপত্রও খাইয়ে দেন৷ পরে হাসপাতালের তরফে জানানো হয়, ওষুধে কাজ হয়েছে৷ ছানাটি এখন ভালো রয়েছে৷ তুরস্কের হাসপাতালে এই মা বিড়ালের মাতৃস্নেহ দেখে স্তম্ভিত গোটা বিশ্ব৷ মর্মস্পর্শী বিড়াল কাহিনী সোশ্যাল দুনিয়ায় ভাইরাল৷ হাসপাতাল স্বাস্থ্যকর্মীদের পোস্ট করা ছবি বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + twenty =