ওয়াশিংটন: জনসন অ্যান্ড জনসন (Johnson And Johnson) কোম্পানির ট্যালকম পাউডার ব্যবহার করে মেসোথ্যালমিয়ায় আক্রান্ত হওয়ার অভিযোগ তুললনে এক মহিলা৷ এই অভিযোগের ভিত্তিতে মহিলাকে ২৯ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ ক্যালিফোর্নিয়ার বিশেষ আদালতের৷
জানা গিয়েছে, গোটা দেশ জুড়ে ১৩০০০-এরও বেশি ট্যাল্ক সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে৷ এই রায় স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে নতুন করে দিশা দেখাতে পারে বলেই অনেকের মত৷ জনসন অ্যান্ড জনসন অবশ্য জানিয়েছে, এই রায়ে তারা খুশি নন। তারা উচ্চ আদালতে আবেদন জানাবেন৷ এছাড়াও তাদের পণ্য ব্যবহার করলে ক্যানসার হয়, এই অভিযোগও অস্বীকার করা হয়েছে৷ তাদের দাবি, বিশ্বজুড়ে অসংখ্য মানুষের উপরে পরীক্ষা করে দেখা হয়েছে এটা সম্পূর্ণ সুরক্ষিত৷