লাহোর: সন্ত্রাস দমনে পদক্ষেপের কথা বলে দু’দিনে মধ্যে পাল্টি খেল পাকিস্তান। গত শুক্রবার ভাওয়ালপুরে জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের দুটি সদর দপ্তর প্রশাসন দখলে নিয়েছে বলে জানিয়েছিলেন সেদেশের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। সেই বক্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে শনিবার তিনি বলেন, মাদ্রাসাতুল সাবির ও জামিয়া-ই-মসজিদ শুভনআল্লাহ হল মাদ্রাসা ও মসজিদ। এরপরই পাকিস্তান দাবি করে, ভারত ষড়যন্ত্র করে এগুলিকে জয়েশের সদর দপ্তর বলে চালাচ্ছে। এইগুলির সঙ্গে জঙ্গি সংগঠনের কোনও সম্পর্ক নেই।
পুলওয়ামায় আত্মঘাতী হামলায় চল্লিশের বেশি সেনা শহিদ হওয়ার ঘটনার দায় স্বীকার করেছিল এই জঙ্গি গোষ্ঠী।
বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে বৈঠকে বসে জাতীয় নিরাপত্তা কাউন্সিল। সেই বৈঠকে পাঞ্জাবের প্রাদেশিক সরকার জয়েশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই জঙ্গি সংগঠনের সদর দপ্তর হিসেবে পরিচিতি মাদ্রাসাতুল ও জামিয়া-ই-মসজিদ দখল নেবে বলে সিদ্ধান্ত হয়। সোশ্যাল মিডিয়ায় তথ্যমন্ত্রী সেকথা জানিয়েও দেন।