প্রসবের পর মহিলা জানলেন তাঁর দু’টি যৌনাঙ্গ! তারপর…

প্রসবের পর মহিলা জানলেন তাঁর দু’টি যৌনাঙ্গ! তারপর…

নিউইয়র্ক: ২৫ বছর পর শারীরিক রহস্যভেদ৷ যদিও তা বিরল নয় বলেই মত চিকিৎসকদের৷ সন্তান প্রসব করার সময় এক মহিলা জানতে পারেন তাঁর দু’টি যৌনাঙ্গের কথা৷ প্রসব না করলে ২৫ বছর ধরে এই বিষয়টি তাঁর কাছে অজানাই থেকে যেত৷ নিউইয়র্ক পোস্ট’র খবর অনুযায়ী, এক মহিলার শরীরে দু’টি যৌনাঙ্গের খবর মিলেছে। ২৬ বছর বয়সি মহিলার নাম ব্রিটানি জেকবস। তাঁর সন্তানও একটু বড় হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই খবর প্রকাশ্যে আসতেই বিষয়টি কোটি কোটি মানুষের নজরে পড়ে৷

সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, তাঁর দু’টি যৌনাঙ্গ, দু’টি জরায়ু এবং দুটি সার্ভিক্সের কথা প্রসবের সময় উপস্থিত নার্স তাঁকে জানিয়েছিলেন। ছোটবেলায় তিনি যৌনাঙ্গে দু’টি মুক্ত অংশ লক্ষ্য করলেও ব্যাপারটা বুঝে উঠতে পারেননি। একটু বড় হতেই যৌনাঙ্গের হাইমেন অর্থাৎ চামড়ার চাদর ভেবে বিষয়টি গ্রাহ্য না করার জন্য তাঁকে ভুগতে হয়েছে বিস্তর৷ ঋতুস্রাবের সময় অসহ্য যন্ত্রণা সহ্য করেছেন৷  যৌন সঙ্গমের সময়ও যন্ত্রণায় ছটফট করেছেন। দিনের পর দিন যন্ত্রণা সহ্য করেও তার কারণ উৎঘাটন করতে পারেননি ব্রিটানি। তিনি জানান, এই বিষয়ে কোনও চিকিৎসকও তাঁকে কিছু জানাননি৷

তবে এই ধরনের ঘটনা খুব একটা দেখা যায় না বলেই মত বিশেষজ্ঞ চিকিৎসকদের। ইয়েল ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের ক্লিনিকাল প্রফেসর ড. মেরি জেন মিনকিন জানিয়েছেন, ‘মূলত, একটু বয়সকালে এই ধরনের বিষয় প্রকাশ্যে আসে। তাই বলে এটা মনে করার কোনও কারণ নেই যে, আপনি অদ্ভুত। এমন ঘটনা বিরল নয়। তবে সচরাচর এরকম হয় না৷ এর ফলে প্রজনন ক্ষমতা জটিল হতে পারে এবং কিডনির সমস্যাও তৈরি হতে পারে। জ্যাকবের ক্ষেত্রে, চিকিৎসকরা তাঁর যোনিকে দু’টি ভাগ করে সেপটাম কেটে নেন, যার ফলে এখন তাঁর কেবল একটিই যোনি বর্তমান। তাই তিনি অনায়াসেই এখন সন্তান জন্ম দিতে সক্ষম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 8 =