লন্ডন: ফের প্রকাশ্যে এল ব্রিটিশ রাজ পরিবারে গৃহযুদ্ধ৷ বিস্ফোরক যুবরাজ হ্যারি ও তাঁর স্ত্রী মেগান৷ রাজ পরিবারে থাকলেও রাজকীয় কোনও সুবিধা না নেওয়া ঘোষণা অভিমান যুবরাজের৷ করবেন না রাজ পরিবারের প্রতিনিধিত্ব৷ আম আদমি হয়ে করবেন কাজ৷ রাজ-দম্পতির এহেন কাণ্ড ‘মেগক্সিট’ বলে আখ্যা সংবাদমাধ্যমের৷ বিস্মিত গোটা ব্রিটেন৷
বাকিংহাম প্যালেসের তরফে বিবৃতি জারি করে হ্যারি ও মেগান জানিয়েছেন, তাঁরা রাজপরিবারের সদস্য হিসেবে থাকালেও অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার চেষ্টা কববেন৷ তাতে পূর্ণ সমর্থন করবেন রানি৷ পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে৷
বিবৃত্তিতে রাজ-দম্পত্তি সাফ জানিয়েছেন, রাজ পরিবারের অংশ হিসেবে নতুন বছরে তাঁরা প্রগতিশীল ভূমিকা পালন করতে চান৷ ব্রিটেন ও উত্তর আমেরিকার মধ্যে ভাগ করতে চান বলেও জানানো হয়েছে বিবৃতিতে৷
হ্যারি-মেগানের এই বিবৃতির পর রানি দ্বিতীয় এলিজাবেথের মুখপাত্র বিবৃতি দিয়ে জানিয়েছেন, হ্যারি-মেগান পৃথক একটি ভূমিকা পালন করতে চাইছেন৷ কিন্তু বিষয়গুলি অত্যন্ত জটিল৷ ফলে, বিষয়গুলির জন্য তাঁদের আরও সময় প্রয়োজন৷ কিন্তু, কেন অবস্থা? জানা গিয়েছে, দাদা যুবরাজ উইলিয়ামের সঙ্গে হ্যারির সম্পর্কে জটিলতা এসেছে৷ আর তার জেরে রাজপরিবারের দ্বন্দ্ব এবার চলে এসেছে বাকিংহাম প্যালেসের বাইরে৷