কাশ্মীর ইস্যুতে উত্তাল ব্রিটেন, নিন্দার ঝড় ব্রিটিশ সংসদে

লন্ডন: জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল নিয়ে দেশের অভ্যন্তরের ক্ষোভ-বিক্ষোভ এবার সরাসরি প্রভাব ফেলল ব্রিটিশ সংসদে৷ রাষ্ট্রসংঘ, চিন, আমেরিকার তরফে ভারতের পাশে দাঁড়ালেও ব্রিটিশ সংসদে ভারতের এই সিদ্ধান্তকে প্রবল বিরোধিতা করা হয়েছে৷ ব্রিটিশ সাংসদের একাংশ ভারতের এই পদক্ষেপকে বিরোধিতা করে প্রধানমন্ত্রী বরিস জনসনকে চিঠি দিয়েছেন। তাতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ভারতের এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করার আর্জি জানানো হয়েছে বলে

কাশ্মীর ইস্যুতে উত্তাল ব্রিটেন, নিন্দার ঝড় ব্রিটিশ সংসদে

লন্ডন: জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল নিয়ে দেশের অভ্যন্তরের ক্ষোভ-বিক্ষোভ এবার সরাসরি প্রভাব ফেলল ব্রিটিশ সংসদে৷ রাষ্ট্রসংঘ, চিন, আমেরিকার তরফে ভারতের পাশে দাঁড়ালেও ব্রিটিশ সংসদে ভারতের এই সিদ্ধান্তকে প্রবল বিরোধিতা করা হয়েছে৷

ব্রিটিশ সাংসদের একাংশ ভারতের এই পদক্ষেপকে বিরোধিতা করে প্রধানমন্ত্রী বরিস জনসনকে চিঠি দিয়েছেন। তাতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ভারতের এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করার আর্জি জানানো হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর। ইতিমধ্যেই ভারতের এই পদক্ষেপকে তীব্র নিন্দা করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে  বিরোধী দল লেবার পার্টি বেশ কয়েকজন মুসলিম সংসদ জানিয়েছেন, অবিলম্বে ভারতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হস্তক্ষেপ করুক ব্রিটেন৷

জানা গিয়েছে, কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের বিরোধিতায় শুক্রবার বাকিংহাম প্যালেসে ভারতীয় কনস্যুলেট জেনারেলের দপ্তরের বাইরে জমায়েত করে বিক্ষোভ দেখান তেহরিক-ই-ইসলামের সমর্থকরা৷ দীর্ঘদিন ধরেই এই সংগঠনটি কাশ্মীরকে ‘স্বাধীন’ করার পক্ষে সওয়াল করে আসছে৷ এদিনে পোস্টার-ব্যানার হাতে ভারতীয় কনস্যুলেটের বাইরে বিক্ষোভ দেখান তাঁরা৷ সেখান থেকেই ঘোষণা করা হয়, আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন লন্ডনের ভারতীয় দূতাবাসের সামনে প্রবল বিক্ষোভ দেখাবেন তাঁরা৷ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চলছে লাগাতার প্রচার৷

অন্যদিকে, ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তকে সমালোচনা করেছে ব্রিটিশ সাংসদদের একাংশ। সমালোচনার সুর শোনা গিয়েছে লেবার পার্টির নেতা জেরেমি কর্বিনের গলায়৷ টুইট করে তিনি তাঁর প্রতিবাদ জানিয়েছেন। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার ঘটনায় অবিলম্বে সেই দেশের প্রধানমন্ত্রী-সহ রাষ্ট্রসংঘকে হস্তক্ষেপ করার দাবিও জানিয়েছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *