BIG BREAKING: ট্রাম্পকে উড়িয়ে জয়ী জো বিডেন, পাল্টা ‘জয়ী’ ঘোষণা ট্রাম্পের

BIG BREAKING: ট্রাম্পকে উড়িয়ে জয়ী জো বিডেন, পাল্টা ‘জয়ী’ ঘোষণা ট্রাম্পের

 

ওয়াশিংটন: দীর্ঘ টালবাহানা, বিতর্কের পর ডোনাল্ড ট্রাম্পকে উড়িয়ে হোয়াইট হাউসে প্রবেশ করলেন জো বিডেন৷ অবশেষে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের হাসি হাসলেন জো বিডেন৷ ভোটের পরিসংখ্যানে জো বিডেন জয় পেলেনও ডোনাল্ড ট্রাম্প নিজেকে ‘জয়ী’ বলে টুইটারে ঘোষণা করে দিয়েছেন৷ বিডেনের জয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ২৯০টি ইলেকটোরাল ভোট পেয়ে জয়ী হয়েছেন বিডেন৷ ৪৬ তম রাষ্ট্রপতি হিসাবে জো বিডেন হোয়াইট হাউসের দখল নিতে চলেছেন৷ কমলা হ্যারিস হতে চলেছেন পরবর্তী উপরাষ্ট্রপতি৷

মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে শুরু থেকেই পিছিয়ে পড়েন ট্রাম্প৷ নির্বাচনে পিছিয়ে পড়ায় ‘ভোট-চুরি’র অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ নির্বাচনে ‘ভোট-চুরি’র অভিযোগ ট্রাম্প তুললেও নয়া ইতিহাস গড়লেন জো বিডেন৷ প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রাপ্ত ভোটের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ডেমোক্র্যাট প্রার্থী বিডেন৷ জো বিডেন প্রথম প্রেসিডেন্ট প্রার্থী, যাঁর ঝুলিতে গিয়েছে সব থেকে বেশি সংখ্যক ভোট৷

জো বিডেন জয় পেলেও টুইটে নূন্যতম সৌজন্য দেখেননি ট্রাম্প৷ উল্টে তিনি জানিয়েছেন, ‘‘আমিও নির্বাচনে জয়ী, যতটা আপনি মনে করেন৷’’ প্রথমে ভোট চুরির অভিযোগ, পরে নিজেকে ‘জয়ী’ বলে ঘোষণা, ট্রাম্পের এই মনোভাবে গোটা বিশ্বের কাছে নাকপুড়ছে মার্কিনিদের৷ ভোটের ফলাফল বলছে, মার্কিন রাষ্ট্রপতি হতে গেলে প্রয়োজন ছিল ২৭০টি ইলেকটোরাল ভোট৷ কিন্তু, জো বিডেন ২৯০টি ভোট পেয়ে ট্রাম্পের দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি হওয়ার স্বপ্নকে পুরোপুরি জল ঢেলে দিয়েছেন৷ ট্রাম্পের রথ থেমেছে ২১৪টি ইলেকটোরাল ভোটে৷ সেনেটের ফলাফলে ডেমোক্র্যাটরা পেয়েছে ৪৮টি, ট্রাম্পের দল রিপাবলিকানরা পেয়েছে ৪৮টি৷ ম্যাজিক ফিগার ৫১৷ এখনও গণনা চলছে৷ হাউসে ডেমোক্র্যাটরা পেয়েছে ২১৩টি, রিপাবলিকানরা পেয়েছে ১৯৫টি৷ ম্যাজিক ফিগার এখানে ২১৮টি৷ সংখ্যায় ডেমোক্র্যাটরা এগিয়ে৷

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *