অল্পের জন্য বাঁচল গদি, আস্থা ভোটে জয় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের

অল্পের জন্য বাঁচল গদি, আস্থা ভোটে জয় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের

ওয়াশিংটন: অবশেষে টলল বিপদ। অল্পের জন্য এবারের মত গদি বাঁচল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। সোমবার রাতে আস্থাভোটে জয়ী হলেন বরিস। জানা যাচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে সোমবার বরিস জনসনের পক্ষে ভোট পড়েছিল ২১১ টি, অন্যদিকে তার বিপক্ষে ভোট পড়ে ১৪৮ টি। বরিস জনসনকে প্রধানমন্ত্রীর পদ থেকে থেকে বরখাস্ত করতে হয় তাহলে তার বিপক্ষে কমপক্ষে ১৮০ জনকে ভোট দিতে হত। তা না হওয়াতে আপাতত অল্পের জন্য রক্ষা পেল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের গদি।

উল্লেখ্য ‘পার্টিগেট’ কেলেঙ্কারিতে সংসদে আস্থাভোটের সম্মুখীন হতে হয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে। ২০২১ সালে ব্রিটেনের লকডাউন উঠে যাওয়ার পর এই খবরের শিরোনামে এসেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সেই সময় সংবাদ মাধ্যমে জংশনের বেশ কিছু ছবি প্রকাশিত হয় যাতে দেখা গিয়েছিল ভরা লকডাউনে সরকারি বাসভবনে বসে একগুচ্ছ অতিথির সঙ্গে ওয়াইন হাতে পার্টি করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এরপরেই দেশজুড়ে ওঠে বিতর্ক, সমালোচনার ঝড়। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে একদিকে দেশজুড়ে যখন লকডাউন আইন জারি রয়েছে এবং জনসমক্ষে কোনও ধরনের সামাজিক এবং ধর্মীয় জমায়েতেরই অনুমতি দেওয়া হচ্ছে না তখন দেশের প্রধানমন্ত্রী হয়ে বরিস জনসন কিভাবে লকডাউনের মধ্যেই পার্টি করছেন।

পরবর্তীতে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য বলে প্রমাণিত হয় এবং প্রধানমন্ত্রীকে মোটা অঙ্কের জরিমানা দিতে হয় শাস্তিস্বরূপ। এরপরে ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে অপসারণের দাবি তুলে আস্থা ভোটের দাবী তোলেন বিরোধীরা এবং সেই কারণেই পার্টিগেট কেলেঙ্কারিতে সংসদে আস্থাভোটে সম্মুখীন হতে হয় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। তার নিজের দলের বেশ কয়েকজন নেতাই সেই সময় তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশের সিদ্ধান্ত নেন যা ব্রিটিশ রাজনীতিতে সম্ভবত বিরল একটি ঘটনা। কিন্তু শেষমেশ প্রধানমন্ত্রীর গদি বরিস জনসনের হাতেই রইল। অল্পের জন্য হলেও আস্থাভোটে জয় হল বরিসের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − nine =