চুপিসারে বিয়ে সারলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

চুপিসারে বিয়ে সারলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

লন্ডন: চুপিসারে বিয়ে সারলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন৷ শনিবার রাতে ওয়েস্টমিনস্টার ক্যাথিড্রালে বাগদত্তা ক্যারি সাইমন্ডসকে আই ডু বললেন প্রধানমন্ত্রী৷ যদিও এ বিষয়ে বরিসের ১০ ড্রাউনিং স্ট্রিটের দফতর থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷ 

আরও পড়ুন- ৪০ বছর পর আংশিক দৃষ্টিশক্তি ফেরত এল

ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কোভিড পরিস্থিতিতে সাদামাটা ভাবেই বিয়ে সেরেছেন প্রধানমন্ত্রী৷ আমন্ত্রিতের তালিকাও ছিল হাতে গোনা৷ তাও শেষ মুহূর্তে বিশেষ ঘনিষ্ঠ কয়েকজনকে আমন্ত্রণ জানানো হয়৷ পুরো বিষয়টিই গোপন রাখা হয়েছিল৷ এমনকী প্রধানমন্ত্রীর বিয়ের খবর ঘুণাক্ষরেও টের পাননি তাঁর দফতরের আধিকারিকরা৷ তার উপর কোভিড পরিস্থিতিতে বিয়ের অনুষ্ঠানে ৩০ জনের বেশি অতিথি সমাগমের উপর নিষেধাজ্ঞা রয়েছে৷ সেই নিয়ম অক্ষরে অক্ষরে পালন করেন প্রধানমন্ত্রী৷ 

জানা গিয়েছে শনিবার সাদা গাউনে সেজেছিলেন ক্যারি৷ যদিও মাথায় ওড়না ছিল না তাঁর৷ কনের বেশে ক্যারিকে ক্যামেরাবন্দি করতে ভিড় জমেছিল পাপারাৎজিদের৷ এদিন দুপুর দেড়টার মধ্যে ক্যাথলিক ক্যাথিড্রালের দরজা সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়৷ এর আধ ঘণ্টা পর গির্জায় পৌঁছন ক্যারি৷ এর পরেই বিবাহ বন্ধনে বাঁধা পড়েন ৫৬ বছরের বরিস ও ৩৩ বছরের ক্যারি৷ 

২০১৯ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন বরিস জনসন৷ তার পর থেকেই লিভ ইন রিলেশনে রয়েছেন বরিস ও ক্যারি৷ গত বছরেই বাগদানের খবর প্রকাশ্যে এসেছিল৷ সেই সঙ্গে ক্যারির মা হওয়ার খবরও জানানো হয়৷ ২০২০-র এপ্রিলেই তাঁর কোলে আসে ফুটফুটে পুত্র সন্তান উইলফ্রেড৷ এর পর শোনা গিয়েছিল অতিমারী পরিস্থিতি কাটলে ২০২২ সালে বিয়ে করবেন তাঁরা৷ কিন্তু তার আগেই চুপিসারে বিয়েটা সেরে ফেললেন বরিস ও ক্যারি৷ 

প্রসঙ্গত, এর আগেও দু’বার বিয়ে করেছিলেন বরিস জনসন৷ ২০১৮ সালে তাঁর দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়৷ তবে আগের দুই পক্ষে তাঁর কচি সন্তান রয়েছে, সে বিষয়ে কখনই মুখ খোলেননি প্রধানমন্ত্রী৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − sixteen =