কাবুল: তালিবান অধ্যুষিত আফগানিস্তানে আবার বিস্ফোরণের ঘটনা। এবার মাদ্রাসা চলাকালীন বোমা বিস্ফোরণ ঘটেছে এবং তাতে অধিকাংশ শিশুর মৃত্যু হয়েছে বলে খবর। আহত আরও অনেকে। আন্তর্জাতিক এক সংবাদমাধ্যের খবর অনুযায়ী, উত্তর আফগানিস্তানের একটি মাদ্রাসায় বোমা হামলা হয়েছে। যদিও ঠিক কত জনের মৃত্যু হয়েছে তা এই মুহূর্ত পর্যন্ত নিশ্চিত করা যায়নি। তবে অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
আরও পড়ুন- উপরাষ্ট্রপতি হওয়ার পর কলকাতায় প্রথমবার ধনকড়, কোথায় গেলেন
একাধিক সূত্র মারফৎ জানা গিয়েছে, ওই মাদ্রাসায় বুধবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার কিছু পর নাগাদ বোমা বিস্ফোরণ হয়। তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে ওই মাদ্রাসা চত্বর। তালিবানের তরফে ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। যদিও অনেকের দাবি, এই তথ্য ভুল এবং মৃতের সংখ্যা আরও বেশি। কারণ বিস্ফোরণের সময়ে পুরোদমে মাদ্রাসা চলছিল। এখনও পর্যন্ত কোনও সংগঠন এই হামলার দায়ে স্বীকার করেনি। যদিও তালিবানের তরফে জানান হয়েছে, এই ঘটনা যারা ঘটেছে তাদের তারা শাস্তি দেবে।
২০২১ সালে প্রায় ২০ বছর পর তালিবান ফের একবার আফগানিস্তানের দখল নিয়েছে। তারপর থেকে এখনও পর্যন্ত নারী নিগ্রহ, বোমাবাজি, বন্দুকবাজের হামলার মতো একাধিক ঘটনা ঘটেছে দেশে। পরিস্থিতি আগের থেকে তো বদলায়নি, উলটে আরও খারাপ হয়েছে। এই বিস্ফোরণের ঘটনা সেটাই ফের স্পষ্ট করে দিল।