লাহোর: এই দেশের বিরুদ্ধেই বরাবর জঙ্গি হামলার মদতের অভিযোগ ওঠে। আর এই দেশেই এবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল। কথা হচ্ছে পাকিস্তানের। এদিন লাহোরের লোহরি গেট এলাকার আনারকলি বাজার এলাকায় ভয়ানক বিস্ফোরণ হয়। ঘটনায় ইতিমধ্যেই ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর এবং আহতের সংখ্যা প্রায় ২৫। তবে এই সংখ্যা পরে আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত জানা যায়নি যে কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে। কী কারণে এই বিস্ফোরণ সেটাও এখনও জানা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে খবর, যে সময় বিস্ফোরণ হয় সেই সময় আশেপাশে বাড়িঘর ও দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকাংশে কাচ ভেঙে গিয়েছে। দেওয়াল পর্যন্ত ভেঙে গিয়েছে কয়েকটি দোকানের। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে তার ফলে মাটিতে প্রায় দেড় ফুট গর্ত তৈরি হয়ে গিয়েছে। যেখানে বিস্ফোরণ হয়েছে সেটা এমনিতেই জনবহুল এলাকা বলেই পরিচিত। মনে করা হচ্ছে, ইচ্ছা করেই এমন জায়গা বেছে নিয়েছিল জঙ্গিরা যাতে বেশি ক্ষয়ক্ষতি হয়। অন্যদিকে, হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই জোরকদমে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ এবং খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে যে কারা আদতে এই হামলার পিছনে ছিল। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।
আন্তর্জাতিক মহলে প্রথম থেকে জঙ্গিদের মদত দেওয়া নিয়ে সমালোচিত পাকিস্তান। ভারতের বিরুদ্ধে নাশকতার একাধিক প্রমাণ মিলেছে তাদের বিরুদ্ধে। আবার কাশ্মীর ইস্যু নিয়ে দ্বন্দ্ব তো চলেই আসছে। রাষ্ট্রপুঞ্জে ভারত একাধিকবার পাকিস্তানের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে। জঙ্গি মদত দেওয়া হচ্ছে এই অভিযোগে ক্রমাগত বিদ্ধ হয়েছে তারা। এখন এই ঘটনায় পাক প্রশাসন কী বলে সেটাই দেখার।