সেলফি তুললেই জানা যাবে রক্তচাপের রিপোর্ট

ওয়াশিংটন: এবার স্মার্ট ফোন থেকেই করা যাবে রক্তচাপের পরীক্ষা৷ তবে, শর্তা একটাই৷ তুলতে হবে সেলফি৷ আর সেই সেলফি বলে দেবে রক্তচাপের রিপোর্ট৷ মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরা এমনই একটি অ্যাপ হাজির করেছেন৷ ত্বকের বাইরে স্মার্টফোনের সেন্স ও বিশেষ একটি আলো মানব দেহের রক্তপ্রবাহের রিপোর্ট সংগ্রহ করতে সক্ষম ওই অ্যাপ৷ মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষককা জানিয়েছেন, স্মার্টফোনে অ্যাপের সাহায্যে ছবি ও

সেলফি তুললেই জানা যাবে রক্তচাপের রিপোর্ট

ওয়াশিংটন: এবার স্মার্ট ফোন থেকেই করা যাবে রক্তচাপের পরীক্ষা৷ তবে, শর্তা একটাই৷ তুলতে হবে সেলফি৷ আর সেই সেলফি বলে দেবে রক্তচাপের রিপোর্ট৷

মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরা এমনই একটি অ্যাপ হাজির করেছেন৷ ত্বকের বাইরে স্মার্টফোনের সেন্স ও বিশেষ একটি আলো মানব দেহের রক্তপ্রবাহের রিপোর্ট সংগ্রহ করতে সক্ষম ওই অ্যাপ৷ মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষককা জানিয়েছেন, স্মার্টফোনে অ্যাপের সাহায্যে ছবি ও ত্বকের বাইরে সেন্স আলো বিশ্লেষণ করে রক্তচাপের রিপোর্ট তৈরি করতে পারবে৷ ইতিমধ্যেই দেড় হাজার ব্যক্তির উপর পরীক্ষা করে দেখা গিয়েছে, সব কিছুই ঠিকঠাক কাজ করছে৷  তবে, এই প্রযুক্তি যাতে ১০০ শতাংশ সঠিক করা যায়, তা নিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =