পাহাড়ের বুক বেয়ে নামছে রক্ত, বিষয়টি কী বলুন তো?

আন্ট্রাকটিকা : পাহাড়ের বুক বেয়ে নেমে আসা জলের প্রবল ধারার৷ নেমে আসছে রক্তের স্রোত৷ তাও আবার বরফের উপর৷ প্রবল ঠান্ডা হলেও রক্তের ধারা জমে বরফ হয়নি৷ তবে কি সত্যিই রক্তপাত? না, রক্তের ধারা নয়৷ আয়রন অক্সিডাইস লবনাক্ত জলে মিশে এই প্রপাত সৃষ্টি হয়েছে? ২০১১ সালে একদল অভিযাত্রী প্রথম প্রপাতটির সন্ধান পান৷ জলপ্রপাতটির সৃষ্টি হয়েছে ২০

পাহাড়ের বুক বেয়ে নামছে রক্ত, বিষয়টি কী বলুন তো?

আন্ট্রাকটিকা : পাহাড়ের বুক বেয়ে নেমে আসা জলের প্রবল ধারার৷ নেমে আসছে রক্তের স্রোত৷ তাও আবার বরফের উপর৷ প্রবল ঠান্ডা হলেও রক্তের ধারা জমে বরফ হয়নি৷ তবে কি সত্যিই রক্তপাত? না, রক্তের ধারা নয়৷ আয়রন অক্সিডাইস লবনাক্ত জলে মিশে এই প্রপাত সৃষ্টি হয়েছে?

২০১১ সালে একদল অভিযাত্রী প্রথম প্রপাতটির সন্ধান পান৷ জলপ্রপাতটির সৃষ্টি হয়েছে ২০ লক্ষ বছর আগে৷  প্রপাতটির জলের গন্ধ রক্তের মতো৷ তবে এত লৌহ আকরিকের উৎস কি তা এখনো জানা যায়নি৷ এমনকী, এই প্রপাতের চারপাশে রয়েছে ভয়ঙ্কর ও বিরল প্রজাতির প্রাণী৷ আন্ট্রাকটিকায় এমন অনেক রহস্য আছে যার কোন উৎস সন্ধান করা এখনও সম্ভব হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *