আধাসেনার কনভয়ে বিস্ফোরণ, পড়শি দেশে বিরাট চাঞ্চল্য

আধাসেনার কনভয়ে বিস্ফোরণ, পড়শি দেশে বিরাট চাঞ্চল্য

ইসলামাবাদ: সেনা কনভয়ে বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল পাকিস্তানে। জানা গিয়েছে, পেশোয়ারে হায়তাবাদে এই বিস্ফোরণর ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত ছ’জন গুরুতর আহত হয়েছেন। একটি আধাসেনার কনভয় লক্ষ্য করে বিস্ফোরণের ঘটনা বলে প্রাথমিক অনুমান এটি জঙ্গি হামলার ঘটনা। যারা আহত তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

যেখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানেই একটি গাড়ি জ্বলছে এমন ছবি প্রকাশ্যে এসেছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর বক্তব্য, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক এমনটাই তিনি চাইছেন। এদিকে কী ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে তা জানতে ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড। এছাড়া এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। অন্য কোথাও কোনও বোমা লুকিয়ে রাখা আছে কিনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। তাই এখনও বোমা বিস্ফোরণের কিঞ্চিৎ আতঙ্ক থেকেই যাচ্ছে। 

অনুমান করা হচ্ছে, তেহরিক-ই-তালিবান পাকিস্তান অস্ত্রবিরতি তুলে নেওয়ায় খাইবার-পাখতুনখোয়া এবং বালুচিস্তানে সন্ত্রাসের ঘটনা বেড়েছে। তাদের কারণেই এই বিস্ফোরণের ঘটনা কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − ten =