কাবুল: আফগানিস্তান তালিবানদের দখলে চলে যাওয়ার পর একাধিক নিশংস ঘটনা ঘটেছে ইতিমধ্যেই। প্রকাশ্যে গুলি চালানো থেকে শুরু করে হেলিকপ্টারে লাশ ঝুলিয়ে ঘুরে বেড়ানো, বিশ্ব দেখেছে বীভৎসতা। এবার আফগানিস্তানের এক মসজিদের বিরাট বিস্ফোরণ ঘটল এবং প্রাণ হারালেন প্রায় ১০০ জনের বেশী মানুষ। আহত হওয়ার সংখ্যা আরও বেশি বলে জানা যাচ্ছে। জুম্মার প্রার্থনা চলাকালীন এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
উত্তর-পূর্ব আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যদিও কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা এখনও বোঝা সম্ভব হচ্ছে না কারণ এখনও পর্যন্ত কোন জঙ্গি সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি। এই বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই শতাধিক মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর এবং আহত হয়েছে আরো অনেক বেশি মানুষ। সন্দেহ করা হচ্ছে এই বিস্ফোরণের কাজটি ঘটিয়েছে জঙ্গি সংগঠন আইএস-কে।
যদিও এখনও পর্যন্ত এই ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই তালিবানের বিশেষ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে বলে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে সময় বিস্ফোরণ ঘটেছে তখন ওই মসজিদে অনেক মানুষ নামাজ পড়ছিলেন। পরবর্তী ক্ষেত্রে মৃতের সংখ্যা আরও বেশি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।