করোনা ইস্যুতে এবার চিনের পাশে দাঁড়ালেন বিল গেটস

করোনা ইস্যুতে এবার চিনের পাশে দাঁড়ালেন বিল গেটস

ওয়াশিংটন: সারা বিশ্বে করোনা পেন্ডামিকের জন্য চিনকেই দুষে চলেছে আমেরিকা৷ করোনা সংক্রমণকে কেন্দ্র করে শুরু হয়েছে দুই দেশের চাপানউতর৷ এই মহামারির জন্য আমেরিকার পয়লা নম্বর নিশানায় রয়েছে বেজিং৷ কিন্তু করোনাভাইরাস সংক্রমণের জন্য এখনই চিনকে কাঠগড়ায় তোলা উচিত নয় বলে মন্তব্য করলেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস৷ তাঁর মতে, বেজিংয়ের দিকে দৃষ্টি ফিরিয়ে মানুষকে ‘বিভ্রান্ত’ করার চেষ্টা চলছে৷

রবিবার এক সাক্ষাৎকারে এই মার্কিন ধনকুবের বলেন, করোনা সংক্রমণের শুরু থেকেই অনেক কিছু করেছে চিন৷ অন্যদিকে মার্কিন মুলুকে অর্থনৈতিক বিপর্যয় এড়াতে যে পদ্ধতিতে কোভিড-১৯ এর মোকাবিলা করা হচ্ছে, তা অত্যন্ত দুর্বল৷ বিশ্বের একাধিক দেশে করোনা মোকাবিলায় খুব দ্রুত পদক্ষেপ করেছে৷ বিপুলভাবে টেস্টিং শুরু করেছে তারা৷ তুলনা করলে দেখা যাবে, সেই সব দেশে আর্থিক ক্ষতির পরিমাণও কিন্তু অনেক কম৷ কিন্তু দুঃখের বিষয় আমেরিকার যেখানে ভালো কাজ করার কথা ছিল, সেখানে তাদের ভূমিকা খুবই দুর্বল৷ তবে গেটস বলেন, এখন এই সব বিষয়ে কথা বলার সময় নয়৷ এখন আমাদের বিজ্ঞানের স্মরণাপন্ন হতে হবে৷ টেস্টিং বাড়াতে হবে৷ করোনার প্রতিষেধক আবিষ্কার করতে হবে৷ সেই সঙ্গে অর্থনীতিকে বাঁচাতে হবে৷ আমরা খুবই জটিল পরিস্থিতির মধ্যে রয়েছি৷ এই মুহূর্তে অনেক ভুল এবং অন্যায্য কথা হচ্ছে৷ যা নিয়ে এখন আলোচনা করা উচিত নয়৷

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, আমেরিকা তদন্ত করে দেখবে চিনের ইউহান প্রদেশের কোনও ল্যাব থেকে করোনা ভাইরাস ছড়িয়েছেন কিনা৷  তাঁর দাবি, শুধু আমেরিকা নয়, একাধিক দেশ এই বিষয়ে খোঁজ খবর চালাচ্ছে। করোনায় মৃতের সংখ্যা নিয়ে চিন মিথ্যে বলছে বলেও অভিযোগ তুলেছিলেন তিনি৷ যদিও যাবতীয় অভিযোগ খারিজ করেছে চিন৷ এই অভিযোগের কোনও প্রমাণ নেই বলে পাল্টা দাবি করেছে বেজিং৷

অন্যদিকে, চিনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-কে আর্থিক সাহায্য দেওয়াও বন্ধ করে আমেরিকা৷ কিন্তু এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষেই সওয়াল করেন বিল গেটস৷ তিনি বলেন, ‘হু’  অসাধারণ৷ আমেরিকা বিপুল ভাবে ‘হু’র উপর নির্ভরশীল৷ গোটা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ‘হু’৷করোনা পরিস্থিতি মোকাবিলায় গোটা বিশ্বের সাহায্যার্থে ইতিমধ্যেই ১০০ মিলিয়ন ডলার দান করেছেন  বিল গেটস৷ যার পরিপ্রেক্ষিতে তাঁকে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। প্রসঙ্গত, করোনায় আমেরিকার অবস্থা খুবই শোচনীয়৷ রবিবার পর্যন্ত ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের রিপোর্ট অনুযায়ী নতুন করে ৯৮৭৫৯০ জন করোনা আক্রান্তের খবর মিলেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 7 =