বিয়ের কেক সমান মাপে কাটাতে অঙ্ক কষলেন বিল গেটস

কয়েক লক্ষ কোটি টাকার ব্যবসায়ী৷ সমাজসেবীও৷ মাইক্রসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটস সত্যিই একজন অসাধারণ ব্যক্তিত্ব৷বিল গেটস পত্মীর শেয়ার করা একটি ভিডিও তা স্পষ্ঠ! সম্প্রতি ছিল, তাঁদের ২৫তম বিবাহবার্ষিকী৷ সেই উপলক্ষে মেলিন্ডা গেটস নিজেদের বিয়ের দিনের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেন৷ সেখানে দেখা যাচ্ছে, বিয়ের কেককে কী ভাবে প্রত্যেক নিমন্ত্রিতের জন্য সম-পরিমাণ হিসাবে কাটা যায় তা অঙ্ক

বিয়ের কেক সমান মাপে কাটাতে অঙ্ক কষলেন বিল গেটস

কয়েক লক্ষ কোটি টাকার ব্যবসায়ী৷ সমাজসেবীও৷ মাইক্রসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটস সত্যিই একজন অসাধারণ ব্যক্তিত্ব৷বিল গেটস পত্মীর শেয়ার করা একটি ভিডিও তা স্পষ্ঠ! সম্প্রতি ছিল, তাঁদের ২৫তম বিবাহবার্ষিকী৷ সেই উপলক্ষে মেলিন্ডা গেটস নিজেদের বিয়ের দিনের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেন৷ সেখানে দেখা যাচ্ছে, বিয়ের কেককে কী ভাবে প্রত্যেক নিমন্ত্রিতের জন্য সম-পরিমাণ হিসাবে কাটা যায় তা অঙ্ক কষে বার করে দিচ্ছেন বিল গেটস৷

‘‘১৯৯৪ সালের ১ জানুয়ারি আমরা বলেছিলাম এটাই কেক কাটার আদর্শ সময়৷ আর তোমার মনে হয়েছিল সকলে যাতে সমান পরিমাণ কেক পায় তা নিশ্চিত করা দরকার৷ আর তাই তুমি দ্রুত অঙ্ক কষে বলে দিয়েছিলে কী ভাবে কাটতে হবে কেকটি৷’  লেখেন মেলিন্ডা গেটস৷ ‘আমি তখনই বুঝতে পারি কী হতে চলেছে৷ আর তুমিও বুঝতে পারো কেকের মাঝে যে একটা কার্ডবোর্ড রয়েছে, সেটা তোমায় বলা হয়নি৷এত হেসেছিলাম যে আর বলার নয়৷”- ভিডিও শেয়ার করে লেখেন মেলিন্ডা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 14 =