ইসলামাবাদ: বছর আটেক আগের কথা৷ মোটরবাইক চুরি গিয়েছিল তাঁর৷ আট বছর পর চুরি যাওয়া সেই বাইকের ই-চালান পৌঁছল মালিকের হাতে! বিষয়টি খতিয়ে দেখতে গিয়েই চক্ষুচড়কগাছ তাঁর৷ জানতে পারেন আট বছর ধরে তাঁর বাইকটি ব্যবহার করছে পুলিশ৷ একেই হয়তো বলে সর্ষের মধ্যে ভূত!
আরও পড়ুন- বিপাকে পাক প্রধানমন্ত্রী, শাহবাজ শরিফকে গ্রেফতার করতে উদ্যোগী তদন্তকারী সংস্থার
চুরি যাওয়া বাইক খোঁজার দায়িত্ব ছিল যাদের উপর, তারাই কি না গত আট বছর ধরে সেটিকে নিজেদের দখলে রাখল! এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। বাইক মালিক এই ঘটনাটি নেটমাধ্যমে ফাঁস করতেই সমালোচনার ঝড়৷ সেই সঙ্গে উঠেছে হাসির রোল৷ আর এই অদ্ভূত ঘটনাটি ঘটেছে পাকিস্তানে৷
একটি পাক সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, ইমরান নামে ওই ব্যক্তির মোটরবাইকটি আট বছর আগে লাহৌরের মুঘলপুরা এলাকা থেকে চুরি যায়। এর পরেই তিনি পুলিশে অভিযোগ জানান৷ কিন্তু কোনও ভাবেই বাইকটির খোঁজ মেলেনি৷ আট বছর পর তাঁর ঠিকানায় চুরি যাওয়া বাইকটির ই-চালান আসতেই তিনি হতবাক৷ ই-চালানের ছবিতে দেখেন তাঁর চুরি যাওয়া সেই বাইকের উপর বসে আছেন দুই পুলিশকর্মী।
খোঁজ খবর করে ইমরান আরও জানতে পারেন, তাঁর চুরি যাওয়া বাইকটি লাহৌরের সবজারার পুলিশকর্মীরা ব্যবহার করছেন। বিষয়টি জানতে পেরেই বাইক ফিরে পাওয়ার উদ্যোগ নেন তিনি৷ পুলিশের কাছে বাইক ফিরিয়ে দেওয়ার আবেদন জানান৷ কিন্তু তাতে কোনও লাভ হয়নি৷ এর পর তিনি চিফ সিভিলিয়ান পার্সোনেল অফিসারের (সিসিপিও) কাছে একটি অভিযোগ দায়ের করেন৷ এর পরেই টনক নড়ে৷ ইমরানকে পুলিশ স্টেশনে এসে তাঁর বাইকটি নিয়ে যাওয়ার কথা বলা হয়। কিন্তু তিনি পুলিশ স্টেশনে গেলে শূন্য হাতেই তাঁকে ফিরিয়ে দেওয়া হয়৷ ফিরে পাননি আট বছর আগে হারিয়ে যাওয়া বাইক৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>