৫ লক্ষ ভারতীয়কে নাগরিকত্ব দেবে আমেরিকা, বিডেনের শপথগ্রহণের পরই প্রক্রিয়া শুরু?

ওয়াশিংটন: আমেরিকার প্রেসিডেন্ট পদে জো বিডেনের নির্বাচিত হওয়া ভারতীয় ক্ষেত্রে সুখকর হতে পারে। কারণ শোনা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পর ৫ লক্ষ বিডেন প্রবাসী ভারতীয়কে মার্কিন নাগরিকত্ব দিতে পারেন। শুধু তাই নয় মার্কিন মুলুকে বছরে ৯৫ হাজার উদ্বাস্তুকে জায়গা দেওয়া হতে পারে বলেও খবর। 
 

ওয়াশিংটন: আমেরিকার প্রেসিডেন্ট পদে জো বিডেনের নির্বাচিত হওয়া ভারতীয় ক্ষেত্রে সুখকর হতে পারে। কারণ শোনা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পর ৫ লক্ষ বিডেন প্রবাসী ভারতীয়কে মার্কিন নাগরিকত্ব দিতে পারেন। শুধু তাই নয় মার্কিন মুলুকে বছরে ৯৫ হাজার উদ্বাস্তুকে জায়গা দেওয়া হতে পারে বলেও খবর। 
ডেমোক্র্যাটদের তরফে সম্প্রতি এ নিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বিডেন রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার পর মার্কিন কংগ্রেসে নতুন অভিবাসী সংশোধনী আইন পাশ করানোর প্রক্রিয়া শুরু হবে। আমেরিকার অভিবাসন নীতির আধুনিকীকরণ করা হবে এবং পরিবার ভিত্তিক নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রও কাজ করবে বিডেনের টিম। জানা গিয়েছে পরিবারের সদস্যরা যাতে একসঙ্গে থাকতে পারেন সেদিকে লক্ষ্য রেখে ১ কোটি ১০ লাখ নথিহীন অভিবাসীকে মার্কিন নাগরিকত্ব দেওয়া হতে পারে। এই অভিবাসীদের মধ্যে ৫ লক্ষেরও বেশি ভারতীয়। ফলে মার্কিন নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে ভারতীয়দের জন্য যে এটি আশীর্বাদ, তাতে সন্দেহ নেই।
প্রসঙ্গত, আমেরিকায় প্রচুর ভারতীয় থাকেন। তাঁদের মধ্যে অনেকে নাগরিকত্বও পেয়েছেন। কিন্তু এমন অনেকে রয়েছেন যাঁরা কয়েক পুরুষ আমেরিকায় থেকেও নাগরিকত্ব পাননি। বিডেন যদি অভিবাসন নীতিতে পরিবর্তন আনেন তবে প্রবাসী ভারতীয়দের ক্ষেত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার বিষয়টি সহজ হয়ে যাবে। বিডেন শিবিরের তরফে এই বিবৃতি প্রকাশিত হওয়ার পরই ভারতীয়রা আশার আলো দেখছেন। তার উপর মার্কিন নাগরিরত্ব যে সব ভারতীয়দের রয়েছে তাঁরা বেশিরভাগই ডেমোক্র্যাটদের ভোট দিয়েছেন। তাছাড়া ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও ভারতীয় বংশোদ্ভূত। ফলে আশা করা অমূলক নয়।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 4 =