জয়ের পথে বিডেন, প্রেসিডেন্টের কুর্সি থেকে আর মাত্র ৬ ইলেকটোরাল ভোটের দূরত্ব

জয়ের পথে বিডেন, প্রেসিডেন্টের কুর্সি থেকে আর মাত্র ৬ ইলেকটোরাল ভোটের দূরত্ব

ওয়াশিংটন: আমেরিকার নির্বাচনী রণক্ষত্রের ছবি এখন স্পষ্ট৷ আগামী চার বছরের জন্য হোয়াইট হাউজের দখল নিতে চলেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন৷ উইসকনসিন এবং মিশিগানেও ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে জয়ের দিকে আরও একধাপ এগিয়ে গিয়েছেন তিনি৷ ২৭০-এর ম্যাজিক ফিগার থেকে আর মাত্র ৬টি ইলেকটোরাল ভোট দূরে রয়েছেন বিডেন৷ ট্রাম্প রয়েছেন ২১৪-তে৷ 

আরও পড়ুন- ‘সর্বশক্তিমান’ করোনা ভ্যাকসিন কি বানিয়ে ফেললেন বিজ্ঞানীরা? চলছে গবেষণা

চূড়ান্ত ফলাফল সামনে আসতে এখনও সময় লাগবে৷ জোড় কদমে চলছে ভোট গণনা৷ ২০১৬ সালে মিশিগান, ইউসকনসিন এবং পেনসিলভ্যানিয়ার জয় হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের প্রবেশ নিশ্চিত করেছিল৷ কিন্তু ২০২০তে এই প্রদেশগুলিতেই মুখ থুবড়ে পড়েছেন ট্রাম্প৷ রিপাবলিকানদের থেকে মুখ ফিরিয়ে এই তিন প্রদেশের মানুষ ভোট দিয়েছেন ডেমোক্র্যাটদের৷ আমেরিকার ইতিহাসে সকল প্রেসিডেন্ট পদপ্রার্থীর চেয়ে সবচেয়ে বেশি সামগ্রিক ভোটে জয়ী হয়েছেন বিডেন৷ ২০০৮ সালে বারাক ওবামার রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি৷ এদিকে ডোনাল্ড ট্রাম্প শিবির এবং জর্জিয়া রিপাবলিকান পার্টি চাথাম কাউন্টি বোর্ড অফ ইলেকসনের বিরুদ্ধে আদালতে গিয়েছে৷ নির্বাচনের দিন সন্ধে সাতটার পর যে সকল ভোট পড়েছে, সেগুলি যাতে গণনা করা না হয়, সেই আর্জি জানিয়েছে তারা৷ ব্যালটের মাধ্যমে যে ভোট দেওয়া হয়েছে, তা গণনায় কারচুপির অভিযোগ তুলেছেন ট্রাম্প৷ পেলসিলভ্যানিয়া, মিশিগান এবং জর্জিয়ায় ভোট চুরির অভিযোগ তুলে মামলা করেছে ট্রাম্প শিবির৷ অন্যদিকে, ওরেগনে প্রতিটি ভোট কাউন্ট করার দাবিতে পথে নেমেছেন বিক্ষোভকারীরা৷   

আরও পড়ুন- ভোট গণনা চলতে পারে শুক্রবার পর্যন্ত! তুল্য-মূল্য লড়াই বিডেন-ট্রাম্পের

২০২০-তে করোনাকালে এই প্রেসিডেন্ট নির্বাচন ছিল খুবই তাৎপর্যপূর্ণ৷ এই বছর রেকর্ড সংখ্যাক আমেরিকান ডাক যোগে ভোট দিয়েছেন৷ মোট ১৬০ মিলিয়ন মানুষ এবার ভোট দিয়েছেন৷ যা প্রায় ৬৭ শতাংশ৷ গত ১০০ বছরের মধ্যে এটি রেকর্ড৷ এদিকে ফল প্রকাশের আগেই হোয়াইট হাউস, সরকারি বিল্ডিং এবং গুরুত্বপূর্ণ কমার্সিয়াল অ্যাভেনিউগুলি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে৷ ট্রাম্প শিবিরের পরাজয় নিশ্চিত হওয়ার পর আশান্তির বাধা আশ্চর্য নয়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =