গলল বরফ, আমেরিকার প্রেসিডেন্ট পদে ‘বন্ধু’ কমলাকে সমর্থন ওবামার

নিউইয়র্ক: অবশেষে গলল বরফ৷ আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে কমলা হ্যারিসকে সমর্থন জানালেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ সমর্থন এসেছে তাঁর স্ত্রী মিশেল ওবামার তরফেও। কমলাকে ফোন…

নিউইয়র্ক: অবশেষে গলল বরফ৷ আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে কমলা হ্যারিসকে সমর্থন জানালেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ সমর্থন এসেছে তাঁর স্ত্রী মিশেল ওবামার তরফেও। কমলাকে ফোন করে প্রেসিডেন্ট পদে সমর্থন জানিয়েছেন তাঁরা। কমলাকে ‘বন্ধু’ বলে সম্বোধনও করে একটি ভিডিয়োও পোস্ট করেছেন ওবামা দম্পতি। যেখানে দেখা গিয়েছে, কমলা ফোনে তাঁদের সঙ্গে কথা বলছেন।

 

প্রসঙ্গত, ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে জো বাইডেনের নামেই ফের সিলমোহর পড়েছিল। কিন্তু, তিনি নিজেই প্রেসিডেন্ট হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ান। পরবর্তীতে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে উঠে আসে ভাইস প্রেসিডেন্ট কমলার নাম৷ হ্যারিসের নাম প্রস্তাব করেন  খোদ বাইডেন৷