আজ বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন: সীমান্তে হাইঅ্যালার্ট জারি

ঢাকা ও নয়াদিল্লি: আজ বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন৷ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা বাংলাদেশকে৷ সেনাবাহিনী থেকে সমস্ত নিরাপত্তা বাহিনীকে গোটা দেশের নিরাপত্তার মোতায়েন করা হয়েছে৷ যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ প্রশাসন৷ দেশের পাশাপাশি কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে সীমান্ত এলাকাও৷ বাংলাদেশ সীমান্ত বাহিনীকে সতর্ক করা হয়েছে৷ বাংলাদেশের

আজ বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন: সীমান্তে হাইঅ্যালার্ট জারি

ঢাকা ও নয়াদিল্লি: আজ বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন৷ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা বাংলাদেশকে৷ সেনাবাহিনী থেকে সমস্ত নিরাপত্তা বাহিনীকে গোটা দেশের নিরাপত্তার মোতায়েন করা হয়েছে৷ যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ প্রশাসন৷ দেশের পাশাপাশি কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে সীমান্ত এলাকাও৷ বাংলাদেশ সীমান্ত বাহিনীকে সতর্ক করা হয়েছে৷ বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে ভারতও যথেষ্ট সতর্ক৷ ইতিমধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে৷ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তরফে সীমান্তবর্তী জেলাগুলিতে হাইঅ্যালার্ট জারি করা হয়েছে৷ সিল করে দেওয়া হয়েছে ভারত-বাংলাদেশ সংলগ্ন সমস্ত সীমান্ত৷ বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, অসম, পশ্চিমবঙ্গের সীমান্ত সিল করে দেওয়া হচ্ছে৷ রবি ও সোমবার দুই দেশের মধ্যে স্থলপথে আন্তর্জাতিকস্তরে বাণিজ্য হবে না বলে জানানো হয়েছে৷

একই সঙ্গে জল সীমান্তও কড়া নজরদারির আওতায় রাখা হয়েছে৷ বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকায় কোস্টগার্ড অতি সতর্ক৷ নৌবাহিনীকেও সতর্ক করে দেওয়া হয়েছে৷ আন্তর্জাতিক নদীপথগুলিতে চলছে বিশেষ নজরদারীর জন্যে নির্দেশ দেওয়া হয়েছে৷ ত্রিপুরা-আখউরা সীমান্ত, মেঘালয়ের ডাউকি সীমান্ত, অসমের করিমগঞ্জ, পশ্চিমবঙ্গের কোচবিহারের চ্যাংড়াবান্ধা, জলপাইগুড়ির ফুলবাড়ি, দক্ষিণ দিনাজপুরের হিলি, উত্তর ২৪ পরগনার বনগাঁ ও ঘোজাডাঙা সীমান্তে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে৷

এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন, নদীয়া গেদে, মালদহের হব্বিবপুরের ভোটচলাকালীন টহলদারি আরও বাড়ানোর কথা বলা হয়েছে বিএফএফের তরফে৷ বাংলাদেশের নির্বাচন চলাকালীন সেখানে অপরাধ করে কেউ যাতে সীমান্ত পেরিয়ে ভারতে আর না চলে আসতে পারে সেজন্যে বিএসএফকে সতর্ক থাকতে বলা হয়েছে৷ বিএসএফের তরফে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে৷ সীমান্তে বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে৷ এছাড়াও টহলদারি বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে সীমান্তরক্ষা বাহিনীর তরফে৷

জওয়ানদের বিশেষভাবে অ্যালার্ট থাকার কথা বলা হয়েছে৷ সীমান্ত এলাকায় আসা যে কোনও গাড়ি কিংবা মানুষের উপর তল্লাশি চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে বিএসএফের তরফে৷ একাদশ জাতীয় নির্বাচন নিয়ে তুঙ্গে উত্তেজনা৷ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী ঢাকাকে৷ জোরকদমে চলছে শাসক-বিরোধীদের প্রচার৷ পাল্লা দিয়ে ঘটছে সংঘর্ষও৷

আজ বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন৷ সমীক্ষা বলছে, ৩০০ আসনের মধ্যে শাসকদল তথা শেখ হাসিনার আওয়ামি লিগ নেতৃত্বাধীন মহাজোট ২৪৮টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করবে৷ বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট ৪৯টি আসনে জয় পেতে পারে৷ তবে সমীকরণ যাই বলুক না কেন, আপাতত চরম সতর্ক এই নির্বাচনকে ঘিরে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + three =