মোদির জয়ের আশায় প্রদীপ জ্বালালো বাংলাদেশ

ঢাকা: লোকসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির বিজয় কামনা করে বিশেষ প্রার্থনা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও বিশ্ব হিন্দু পরিষদ। একই সঙ্গে ভারত বসাবাসকারী আত্মীয়দের প্রতি বিজেপির হয়ে ভোট দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। হিন্দু মহাজোটের তরফে সোমবার ঢাকায় একটি বিশেষ প্রার্থনার আযোজন করা হয়৷ এই অনুষ্ঠানে হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ বলেন, পদ্মফুল সনাতন ধর্মের প্রতীক।

মোদির জয়ের আশায় প্রদীপ জ্বালালো বাংলাদেশ

ঢাকা: লোকসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির বিজয় কামনা করে বিশেষ প্রার্থনা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও বিশ্ব হিন্দু পরিষদ। একই সঙ্গে ভারত বসাবাসকারী আত্মীয়দের প্রতি বিজেপির হয়ে ভোট দেওয়ার  অনুরোধ জানানো হয়েছে। হিন্দু মহাজোটের তরফে সোমবার ঢাকায় একটি বিশেষ প্রার্থনার আযোজন করা হয়৷

এই অনুষ্ঠানে হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ বলেন, পদ্মফুল সনাতন ধর্মের প্রতীক। সকল দেব-দেবতা ও মহাপুরুষ পদ্মফুলের উপর অবসান করেন। মা লক্ষ্মী ধনদেবী, উন্নযনের প্রতীক। দেবী দুর্গা, সরস্বতীসহ সকল দেবদেবী ও মহাপুরুষের অবসান পদ্মফুলে। নরেন্দ্র মোদি এখন বিশ্বনেতা। বিজেপি নির্বাচনে জিতলে সমগ্র পৃথিবীর কল্যাণ হবে।

সংগঠনের আরও দাবি, নরেন্দ্র মোদি বিশ্বাস করেন সকল প্রাণি আমাদের আত্মীয়। এতে করে পৃথিবীর সকল মানুষের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়েছে। যা অব্যাহত থাকবে। বাংলাদেশের উন্নয়নে মোদি সরকার বিশাল ভুমিকা রেখেছেন। বাংলাদেশের তীর্থস্থানগুলি উন্নয়নে ও নতুন নতুন মন্দির প্রতিষ্ঠায় শত শত কোটি টাকা দিয়েছেন। ভিসা ব্যবসা সহজ করেছেন। যোগাযোগ ব্যবসার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। তাই তারা চান, এবারও ক্ষমতায় আসুক মোদির নেতৃত্বে গোরুয়া সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 10 =