ঢাকা: বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশে ভারতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ বাংলাদেশে পরীক্ষার আগেই বহু মানুষের মৃত্যুর অভিযোগ উঠতে শুরু করেছে৷ জ্বর, শ্বাসকষ্ট নিয়ে বহু মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে৷ কিন্তু তাঁদের কোনও পরীক্ষা হয়নি৷ বাংলাদেশের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ১১২ জনকে করোনা আক্রান্তকে শনাক্ত করা হয়েছে৷স যার ফলে বাংলাদেশে এখন করোনা আক্রান্তের মোট সংখ্যা ৩৩০৷ গত ২৪ ঘণ্টায় এক জনের মৃত্যু হয়েছে৷ যার ফলে বাংলাদেশে করোনা আক্রান্তে ২১ জনের মৃত্যু হয়েছে৷
অনলাইন ব্রিফিংয়ে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) সানিয়া তাহমিনা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার ব্রিফিংয়ের শেষ দিকে আসেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা। তিনি গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের বয়স এবং তারা কোন এলাকার, তা জানান।
মীরজাদী সেব্রিনা বলেন, শনাক্ত হওয়া ১১২ জনের মধ্যে ৭০ জন পুরুষ, আর ৪২ জন নারী। এ পর্যন্ত শনাক্ত ব্যক্তিদের মধ্যে প্রায় সবক্ষেত্রে মোট শনাক্তের দুই–তৃতীয়াংশ পুরুষ। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৬২ জনই ঢাকার বাসিন্দা। নারায়ণগঞ্জে ১৩। অন্যরা অন্যান্য জেলায়। বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।