বেছে বেছে হিন্দু বাড়িতে ফোন, বাংলাদেশে থাকতে হলে লাগবে ‘প্রোটেকশন মানি’!

ঢাকা: ছাত্র আন্দোলনের ধাক্কায় বাংলাদেশে পতন ঘটেছে শেখ হাসিনা সরকারের৷ দেশ ছেড়ে তিনি এখন ভারতের আশ্রয়ে৷ এরই মধ্যে বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার৷ কিন্তু প্রশ্ন…

bangladesh hindu

ঢাকা: ছাত্র আন্দোলনের ধাক্কায় বাংলাদেশে পতন ঘটেছে শেখ হাসিনা সরকারের৷ দেশ ছেড়ে তিনি এখন ভারতের আশ্রয়ে৷ এরই মধ্যে বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার৷ কিন্তু প্রশ্ন উঠছিল সে দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে৷ এবার আশঙ্কাই যেন সত্যি হল৷ উঠে এল ভয়ঙ্কর অভিযোগ৷ সে দেশে তোলাবাজির শিকার সংখ্যালঘু হিন্দুরা৷ ঘরে ঘরে আসছে হুমকি ফোন, ‘প্রোটেকশন মানি’ দাও, না-হলে বাংলাদেশ ছাড়ো!

বাংলাদেশের এক হিন্দু যুবককে উদ্ধৃত করে এমনটাই জানাচ্ছে ‘টাইমস অব ইন্ডিয়া’। ভারত থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করা ওই যুবক বর্তমানে কর্মসূত্রে ঢাকা-বাসী। তিনি জানিয়েছেন, শহরাঞ্চলে হিন্দুদের অবস্থা মন্দের ভাল। কিন্তু, গ্রামাঞ্চলের পরিস্থিতি ভয়ঙ্কর৷

ওই যুবকের বাবা-মা থাকেন ঢাকা শহর থেকে ২৫০ কিলোমিটার দূরে চট্টগ্রামের এক হিন্দু অধ্যুষিত কলোনিতে। সেখানে প্রতিটি হিন্দু বাড়ি চিহ্নিত করে ধরে ধরে ফোন করা হচ্ছে৷ বলা হচ্ছে, ৫ লাখ টাকা দিন, তাহলেই মিলবে নিরাপত্তা। না-হলে বাংলাদেশ ছাড়ুন। হুঁমকি দিয়ে বলা হচ্ছে, “টাকা দিতে না পারলে দেশ ছাড়ো, নাহলে মরতে হবে।” বাংলাদেশের এক চরমপন্থী ইসলামি গোষ্ঠীর নামে এই ফোন আসছে বলেও জানিয়েছেন ওই যুবক৷ তবে এখনও কেউ তোলা আদায়ে আসেননি৷ কিন্তু, হুমকি ফোন আসার পর থেকেই ভয়ে কাঁটা সে দেশের হিন্দুরা৷