আল কায়দা ঘনিষ্ঠ জঙ্গি নেতাকে মুক্তি! বাংলাদেশ সরকারের পদক্ষেপে টেনশনে ভারত

নয়াদিল্লি: আল কায়দা ঘনিষ্ঠ জঙ্গি নেতাকে মুক্তি দিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। আর তাতেই চিন্তা বাড়ছে ভারতের। আল কায়দা শাখা সংগঠনের নেতা জসীমউদ্দিন রহমানিকে জেল থেকে…

নয়াদিল্লি: আল কায়দা ঘনিষ্ঠ জঙ্গি নেতাকে মুক্তি দিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। আর তাতেই চিন্তা বাড়ছে ভারতের।

আল কায়দা শাখা সংগঠনের নেতা জসীমউদ্দিন রহমানিকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। আনসারউল্লাহ বাংলা টিমের প্রধান এই রহমানি। তাঁর বিরুদ্ধে ব্লগার রাজীব হায়দারকে খুনের অভিযোগ রয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তে বিপদ দেখছে ভারত। কারণ স্লিপার সেলের মাধ্যমে দেশে নাশকতা ছড়ানোর ছক ছিল এই জঙ্গি নেতার। যাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে বলে খবর।

২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি নিজের বাড়ির সামনে খুন হন বাংলাদেশি ব্লগার রাজীব হায়দার। সেই হত্যার মূল অভিযুক্ত হিসাবে আগস্ট মাসে গ্রেপ্তার করা হয় রহমানিকে। দোষী প্রমাণিত হওয়ার পরে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।এছাড়াও বাংলাদেশের সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘনেরও অভিযোগ রয়েছে রহমানির বিরুদ্ধে।

উল্লেখ্য, আল কায়দার শাখা সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমকে ২০১৫ সালে নিষিদ্ধ করে শেখ হাসিনার সরকার। তার পরে নাম বদলে ফের আত্মপ্রকাশ করে এই জঙ্গি সংগঠন। বছর দুয়েক পরে আবারও সেই সংগঠনকে নিষিদ্ধ করে বাংলাদেশ সরকার। তবে জেল থেকে মুক্তি পাওয়ার পরে রহমানির এই জঙ্গি সংগঠনের কার্যকলাপ ফের চাঙ্গা হয়ে উঠতে পারে বলে আশঙ্কা বাড়ছে। সেই কারণেই চিন্তার ভাঁজ ভারতের কপালে। কারণ এটা তো ফ্যাক্ট, একাধিকবার লস্কর-ই-তইবার সঙ্গে হাত মিলিয়ে ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলোতে নাশকতার ছক কষেছে এবিটি।