বাংলাদেশে লাফিয়ে বাড়ছে করোনা, গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা!

বাংলাদেশে লাফিয়ে বাড়ছে করোনা, গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা!

eb93fbfc93eea84816864328000355ea

ঢাকা: বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে৷  গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনা আক্রান্ত নয় জেনর মৃত্যু হয়েছে৷ যার ফলে বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮২৷ তিন জন সুস্থ হয়ে উঠেছেন৷ বাংলাদেশে মোট ৩৬ জন সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গিয়েছে৷

বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের তরফে একটি সংবাদিক সম্মেলন করা হয় শনিবার৷ সেখানে এই তথ্য জানানো হয়৷ রথমে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ৯৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪৮২। আমরা আক্রান্তদের মধ্যে আরও তিনজনকে হারিয়েছি। ফলে এ রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। এ বিষয়ে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন শনাক্ত ও মৃত্যুর তথ্য আমরা ইতোমধ্যেই স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে জেনেছি। যে ৫৮ জন আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে পুরুষ ৪৮ জন, নারী ১০ জন। সর্বোচ্চ ১৪ জনই ঢাকার। দ্বিতীয় সর্বোচ্চ ৮ জন নারায়ণগঞ্জের। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে ৩৬ জন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ হওয়ার তিনজনের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী। তাদের বয়স যথাক্রমে ২৬, ৫৭ ও ৫৫ বছর।

আইইডিসিআর পরিচালক বলেন, আমাদের মোট আক্রান্ত ৪৮২ জনের মধ্যে ৫২ শতাংশই ঢাকা মহানগরীর। মহানগরী বাদ দিয়ে ঢাকা বিভাগে আক্রান্ত ৩৫ শতাংশ। অবশিষ্ট ১৩ শতাংশ দেশের অন্যান্য বিভাগের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *