ব্যাঙ্ক থেকে একলপ্তে ১ লাখের বেশি নগদ টাকা তোলা যাবে না, ইউনিসের শপথের দিনেই কড়াকড়ি

ঢাকা: আচমকাই বাংলাদেশে বদলে গিয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট৷ কোটা আন্দোলন বদলে যায় সরকার বিরোধী আন্দোলনে৷ গণঅভ্যুত্থানে ভেঙে পড়ে আওয়ামী লিগ সরকার৷ শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশ…

bangladesh taka

ঢাকা: আচমকাই বাংলাদেশে বদলে গিয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট৷ কোটা আন্দোলন বদলে যায় সরকার বিরোধী আন্দোলনে৷ গণঅভ্যুত্থানে ভেঙে পড়ে আওয়ামী লিগ সরকার৷ শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশ ছাড়ার পরই অন্তর্বতী সরকার গঠনের কথা ঘোষণা করা হয়৷ আন্দোলনকারী ছাত্রদের দাবি মেনে সেই সরকারের প্রধান হতে চলেছেন শান্তিতে নোবেলজয়ী, অর্থনীতিবিদ ডা. মহম্মদ ইউনুস৷ আজ,বৃহস্পতিবার শপথ নেবেন তিনি। তার আগেই ব্যাঙ্ক থেকে টাকা তোলার উপর জারি হল নির্দেশিকা৷ ঠিক করে দেওয়া হল ঊর্ধ্বসীমা৷

 

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’য় প্রকাশিত খবর থেকে জানা গিয়েছ, এক লপ্তে নগদে এক লাখের বেশি টাকা ব্যাঙ্ক থেকে তুলতে পারবেন না কোনও গ্রাহক। বুধবার রাতেই এই নির্দেশিকা জারি করেছে সে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। তবে এই নির্দেশিকা শুধুমাত্র বৃহস্পতিবারের জন্যই কার্যকর থাকবে। নগদের উর্ধ্বসীমা ধার্য করা হলেও একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা লেনদেন কিংবা অনলাইনে টাকা লেনদেনের ক্ষেত্রে নতুন করে কোনও নিয়ম লাগু করা হচ্ছে না৷