করোনা তো নস্যি! আরও ভংয়কর রোগের সঙ্গে লড়াই করেছে বিশ্ব, বলছে তথ্য!

করোনা তো নস্যি! আরও ভংয়কর রোগের সঙ্গে লড়াই করেছে বিশ্ব, বলছে তথ্য!

ওয়াশিটন: করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব৷ কিন্তু এই মহামারি থেকে রক্ষা পেতে গেলে প্রথমে জরুরি আতঙ্কিত না হওয়া৷ সঙ্গে জেনা নেওয়া প্রয়োজন গুরুত্বপূর্ণ তথ্যগুলি৷ আপনি জানানে কি, এই মুহূর্তে ৭ ধরনের করোনা ভাইরাস রয়েছে৷ যার মধ্যে‘কোভিড ১৯’ মৃত্যুহার অনেক কম৷ মাত্র ৩.৪ শতাংশের কাছাকাছি৷ ফলে, গেলগেল রব তোলার কোনও কারণ নেই৷ এই রোগ থেকে সুস্থ হয়ে ফিরছেন বহু মানুষ৷

এর আগেও সার্স করোনা ভাইরাস দেখা দিয়েছিল৷ ২০০২ থেকে ২০০৩ সালের ওই সার্স করোনা ভাইরাসে মৃত্যু হয়েছিল রোগে আক্রান্ত ১০ শতাংশ মানুষের৷ এর পর ২০১২ সালের মার্স করোনা ভাইরাসে মৃত্যু হয়েছিল ৩৪ শতাংশ মানুষের৷ এরপর মারণ ভাইরাস ইবোলার মৃত্যু সব থেকে বেশি৷ ওই রোগে আক্রান্ত হওয়া ৫০ শতাংশের মৃত্যু হয়েছিল৷

আপনি জানেন কি, গুটিবসন্তের আক্রান্ত হওয়া রোগীর মৃত্যু করোনার থেকেও বহুগুন বেশি৷ গুটিবসন্তে মৃত্যুর হার ৪০ শতাংশের কম৷ উন্নয়নশীল দেশে হামে রোগে আক্রান্ত রোগীর মৃত্যুহার ১০ থেকে ১৫ শতাংশের কাছাকাছি৷ শিশুদের পোলিও সংক্রমণ সংক্রান্ত মৃত্যুর হার ২ থেকে ৫ শতাংশ৷ বড়দের ক্ষেত্রে তা ১৫ থেকে ৩০ শতাংশ৷ ডিপথেরিয়াতেও মৃত্যুহার ৫ থেকে ১০ শতাংশের কাছাকাছি৷ গোটা পৃথিবীতে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লুতে মৃত্যু হয়েছে ২.৯ লক্ষের৷ সেখানে করোনায় গোটা বিশ্বে মৃত্যু হয়েছে ছয় হাজারের কিছু বেশি৷ ফলে, অহেতুক আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই৷ তবে, সাবধানের মার নেই৷ থাকুন সতর্ক৷ স্বাস্থ্যবিধি মেনে চলুন৷

গোটা তথ্যটি পাওয়া গিয়েছে কনফেডারেশন অব মেডিক্যাল অ্যাসোসিয়েশনস অব এশিয়া অ্যান্ড ওশিয়ানিয়া এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =