ভুলে যান 4-5G! বাজারে এল বিশ্বের দ্রুততম ইন্টারনেট, ১ সেকেন্ডে ১ হাজার HD মুভি ডাউনলোড

ভুলে যান 4-5G! বাজারে এল বিশ্বের দ্রুততম ইন্টারনেট, ১ সেকেন্ডে ১ হাজার HD মুভি ডাউনলোড

মেলবোর্ন: বিশ্বে এই প্রথম একক অপটিকাল চিপের সাহায্যে মোনাশ, সুইনবার্ন এবং আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সফলভাবে দ্রুততম গতির ইন্টারনেট ডাটা অর্জন করতে সক্ষম হয়েছেন। এই ইন্টারনেটের গতি এতটাই বেশি যে ১০০০ এইচডি মুভি এক সেকেন্ডেরও কম সময়ে ডাউনলোড করা যাবে। 

সাধারণত আমরা যে ইন্টারনেট গতি পেয়ে থাকি, এটি তার চেয়ে হাজারগুণ বেশি। বিজ্ঞান জার্নাল ‘নেচার কমিউনিকেশনস’-এ প্রকাশিত সমীক্ষা অনুসারে, অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের বিল ককোরান, আরএমআইটি’র প্রফেসর অর্নন মিচেল এবং সুইনবার্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডেভিড মস আলোর উৎসের সাহায্যে প্রতি সেকেন্ডে ৪৪.২ টেরাবাইট গতি রেকর্ড করেছেন।

এই প্রযুক্তির সাহায্যে মেলবোর্ন শহরে ১.৮ মিলিয়ন পরিবারের কাছে হাই স্পিড ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব৷ একইসঙ্গে বিশ্বের অন্যান্য প্রান্তেও এই দ্রুত গতির ইন্টারনেট সংযোগ দেওয়ার ক্ষমতা রয়েছে৷ এই আবিষ্কারের ফলে, টেলিযোগাযোগের ক্ষমতা দ্রুত বৃদ্ধি করতে সহায়তা করবে৷ বিজ্ঞানীরা বলেছেন, ফাইবার অপটিক প্রযুক্তিতে একটি নতুন ডিভাইস প্রয়োগ করে এই গতি অর্জন আনা গিয়েছিল। গবেষক আর্নন মিশেল বলেন, এটি প্রাথমিক পর্যায়ে ডেটা সেন্টারগুলির মধ্যে অতি উচ্চ গতির যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। 

গবেষকরা আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের মেলবোর্ন সিটি ক্যাম্পাস এবং মোনাশ বিশ্ববিদ্যালয়ের ক্লেটন ক্যাম্পাসের মধ্যে ৭৬.৬ কিমি অপটিকাল ফাইবারের মাধ্যমে পরীক্ষাটি চালিয়েছিলেন। এই ডিভাইসটি ৮০ টি লেজারকে একসঙ্গে মিলিয়ে কাজ করে। এটি ছিল প্রথম ধাপের পরীক্ষা, যা সফল হয়েছে৷ 

বিজ্ঞানীদের কথায়, করোনা সংকটে বেশি করে শুরু হয়েছে ওয়ার্ক ফ্রম হোমের সংস্কৃতি৷ লোকেরা যে ভাবে ঘরে বসে কাজ করছে, তাতে ইন্টারনেটের চাহিদা প্রতিনিয়ত বেড়ে চলেছে। বর্তমান পরিস্থিতিতে আমাদের ইন্টারনেট সংযোগ ক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে৷  দেখা যাচ্ছে, অপটিকাল ফাইবার বর্তমান এবং ভবিষ্যতেও ইন্টারনেটে একটি গুরুত্বপূর্ণ লিঙ্ক হিসাবে থাকবে। ভবিষ্যতে, মেডিক্যাল হোক কিংবা শিক্ষা ক্ষেত্র, বিভিন্ন মহলে ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি পাবে। এমন পরিস্থিতিতে ইন্টারনেটের গতির উপর অনেক কিছুই নির্ভর করবে৷ একক অপটিক্যাল চিপের মাধ্যমে ইন্টারনেটের গতি বাড়ানোর যে পরীক্ষা নিরীক্ষা চলছে, তাতে আশার আলো দেখছে বিশ্ববাসী৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 7 =