ফিটনেসে চমক! ৬৩-র ‘তরুণী’র সৌষ্ঠবে হতবাক নেটিজেনরা

ফিটনেসে চমক! ৬৩-র ‘তরুণী’র সৌষ্ঠবে হতবাক নেটিজেনরা

dc6985b3ed32efeb7d77eb964cff84c0

মেলবোর্ন: বয়স তো শুধু একটা সংখ্যা মাত্র৷ আসল ইচ্ছাশক্তি লুকিয়ে মনে৷ মনের জোড়েই হয় বিশ্বজয়৷ ঠিক সেই ভাবেই বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ফিটনেসে চমকে দিলেন ৬৩ বছরের এক বৃদ্ধা৷ দশ গোল দিলেন আজকের প্রজন্মকে৷ 

আরও পড়ুন- উদ্ধার নেপালের নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ, ৪ ভারতীয়সহ ২২ যাত্রীর পরিণতি এখনও অজানা

অনেকেই ভাবেন ৬০ বছরেই হয়তো ফুরিয়ে যায় জীবন৷ তেমনটা কিন্তু একেবারেই নয়৷ আর সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন লেসলি ম্যাক্সওয়েল নামে এক মহিলা৷ যিনি ৬৩ বছর বয়সেও একজন ফিটনেস ট্রেনার৷ তাঁর কাছ থেকে ট্রেনিং নিতে আসেন হাঁটুর বয়সী ছেলেমেয়ারা৷ তাঁর ফিটনেসের সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷

lesleymaxwell.fitness নামের একটি ইন্সটাগ্রামের প্রোফাইল  থেকে এই সকল ফিটনেস ভিডিয়োটি শেয়ার করা হয়েছে৷ এটি লেসলিরই অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইল৷ তাঁর প্রোফাইলে উঁকি দিলে দেখা যাবে বিভিন্ন ধরনের ছবি৷ তবে বেশিরভাগটাই শরীর চর্চার৷ রয়েছে তাঁর বিকিনি পরা শরীরের ঝলকও৷ তিনি নিজে কী ভাবে শরীর চর্চা করেন এবং কী ভাবে অন্যদের ট্রেনিং দেন, সেই ভিডিয়োও রয়েছে সেখানে৷ কিন্তু না বলে দিলে, দেখে কেউ ধরতেই পারবেন না লেসলি ৬৩-র বৃদ্ধা৷ 

লেসসি মেলবোর্নের বাসিন্দা। এর আগেও তিনি একবার ভাইরাল হয়েছিলেন৷ তবে ফিটনেসের জন্য নয়৷ বরং নিজের লাভলাইফ শেয়ার করে৷ লেসলি নিজেই জানিয়েছিলেন, তাঁর অধিকাংশ পার্টনারই কমবয়সী। স্বামীর সঙ্গেও তাঁর বয়সের পার্থক্য ছিল প্রায় ১৩ বছরের। লেসসি অনলাইনে ওয়ার্কআউট সম্পর্কিত ভিডিয়ো প্রকাশ করে থাকেন৷ তিনি মনে করেন যে কোনও বয়সে ওজন নিয়ন্ত্রণ করা বা শরীরের আকার পরিবর্তনের জন্য সবচেয়ে কার্যকরি হল ব্যায়াম। ব্যায়াম করেই তিনি তাঁর শরীর ফিট রেখেছেন। শরীর চর্চার মাধ্যমেই তিনি নিজের যৌবন ধরে রেখেছেন৷ এতটা বয়স হলেও, কেউ তা সহজে ধরতে পারেন না। 

লেসলি জানিয়েছেন, এই বয়সও তিনি নিয়মিত ওজন তোলেন৷ দিনের বেশিরভাগ সময়টাই কাটে জিম করে৷ সঙ্গে প্রশিক্ষণও দেন৷ ৬৩ বছরে পৌঁছেও লেসলির ফিটনেস দেখে তাজ্জব নেটিজেনরা৷ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে তাঁর ফিটনেসের ভিডিয়ো৷ তাঁর দেহসৌষ্ঠব দেখে অনেকেই হতবাক৷ তবে ৬০-এর কোঠায় পৌঁছে এমন পেশিবহুল শরীর ধরে রাখা মোটেই সহজসাধ্য ব্যাপার নয়। এর পিছনে রয়েছে দীর্ঘদিনের পরিশ্রম ও অধ্যবসায়।  

ইনস্টাগ্রামে লেসলির ফলোয়ার সংখ্যা প্রায় ১ লাখ ছুঁই ছুঁই। তাঁর কথায়, জীবন একটাই৷ তাই বয়স যেন জীবন উপভোগের পথে বাধা হয়ে না দাঁড়ায়। নিজেকে তাই কোনও দিনই বয়সের গণ্ডিতে আটকে রাখেননি লেসলি৷ বিয়েও করেছিলেন ১৩ বছরের ছোট এক জনকে। অবশ্য সেই ব্যক্তি এখন ‘প্রাক্তন’। তবে জীবন থেকে রং হারায়নি তাঁর৷ জীবনে এসেছে আরও অনেক পুরুষ৷ তাঁরা সকলেই তাঁর চেয়ে ছোট৷