ইরাকে মার্কিন সেনাঘাঁটিতে হামলা, জখম বহু

ইরাকে মার্কিন সেনাঘাঁটিতে হামলা, জখম বহু

তেহেরান: ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে আমেরিকা ও ইরানের যুদ্ধ পরিস্থিতি কিছুটা স্তিমিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ফের ইরাকে মার্কিন সেনা অবস্থানে রকেট হামলার মতো ঘটনা ঘটল। ঘটনায় চার জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। রবিবার বাগদাদের কাছে বালাদ বিমান ঘাঁটিতে এই হামলা হয়েছে বলে জানা গিয়েছে। 

ইরাকের রাজধানী বাগদাদ থেকে ৮০ কিলোমিটার দক্ষিণে এই মার্কিন বিমানঘাঁটিটি অবস্থিত। ইরাকের সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, বিমানঘাঁটিটি লক্ষ্য করে আটটি কাতিউসা রকেট ছোড়া হয়েছে। তার মধ্যে চারটি বিমানঘাঁটিতে আঘাত করেছে। দুই আধিকারিক সহ চারজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ইরাকের সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, আহতরা সবাই ইরাকের সেনা। তবে কে বা কারা হামলা চালিয়েছে, এই বিষয়ে স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। 
গত শুক্রবার ইরানের সেনা প্রধানকে ড্রোন হামলায় মার্কিন সেনাবাহিনী হত্যা করে। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ে। মার্কিন সেনাবাহিনীকে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা করে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই ক্ষেপণাস্ত্র হামলায় কেউ নিহত হননি। আমেরিকার সেনা ঘাঁটিতে সামান্য ক্ষতি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি ইরানের বিরুদ্ধে রাশিয়া, চিন ওব্রিটেনের মতো শক্তিশালী দেশকে জোটবদ্ধ হওয়ার আবেদন করেন। 
অন্যদিকে, ইউক্রেনের একটি বিমানকে ভুল করে গুলি করে ভূপতিত করে ইরানি সেনা। যদিও এই বিমানে বেশিরভাগ ইরান ও কানাডার নাগরিক ছিলেন বলে জানা গিয়েছে। এছাড়াও ব্রিটেন, জার্মানির মতো ইউরোপের কয়েকটি দেশের নাগরিক এই বিমানে ছিলেন বলে জানা গিয়েছে। বিমান ধ্বংসের ঘটনায় ১৭৬ জনের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *