নিউজিল্যান্ড: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে গুলি চালানোর ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে নিউজিল্যান্ড পুলিশ। এদের মধ্যে মূল অভিযুক্ত বলে যাকে সন্দেহ করা হচ্ছে সে অস্ট্রেলিয়ার নাগরিক বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের কমিশনার মাইক বুশ। ধৃতদের মধ্যে তিন জন পুরুষ ও একজন মহিলা রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী জেসিন্ডা অরডেন সংবাদমাধ্যমে বলেন,‘ নিউজিল্যান্ডের ইতিহাসে এটি একটি কালো দিন হিসাবে উল্লেখ থাকবে। যারা এই হামলায় আক্রান্ত তারা আমাদের লোক। তাদের ওপরে যারা হামলা চালিয়েছে তাদের এদেশে কোনও জায়গা নেই।’ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, শুক্রবার ক্রাইস্টচার্চের মসজিদে যারা হামলা চালিয়েছে তাদের মধ্যে একজন অস্ট্রেলিয়ার সন্ত্রাসবাদী রয়েছে। এর বেশি এখনই কিছু বলা যাবে না কারণ এনিয়ে তদন্ত করছে নিউজিল্যান্ডের পুলিশ। এই ঘটনায় আমরা ক্ষুব্ধ। এর তীব্র নিন্দা করছি। শুক্রবার জুম্মার নামাজে ক্রাইস্টচার্চের হেগলে পার্কের এই মসজিদে জড়ো হয়েছিলেন বহু মানুষ। সেখানেই হামলা চালায় এই চার সন্ত্রাসবাদী। এই গুলি চালানোর ঘটনায় কমপক্ষে ৪৯ জনের মৃত্যু হয়েছে।