২৬/১১-র কায়দায় সোমালিয়ার হোটেলে হামলা জঙ্গিদের, মৃত্যু মিছিল

২৬/১১-র কায়দায় সোমালিয়ার হোটেলে হামলা জঙ্গিদের, মৃত্যু মিছিল

মোগাদিশু: ভারতের মুম্বই শহরে ২৬/১১-র হামলা স্মৃতি এখনও কেউ ভুলতে পারেননি। ঠিক একই কায়দায় এবার জঙ্গি হামলা চালান হল সোমালিয়ার এক হোটেলে। এমনিতেই দেশে চলছে খাদ্য সঙ্কট। তার মধ্যেই এই হামলা দেশের সাধারণ মানুষের মনোবল একবারে শেষ করে দিয়েছে। জানা গিয়েছে, এই হামলায় ইতিমধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা বহু। যদিও এখনও কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি তাও অনুমান করা গিয়েছে ইসলামি কট্টরপন্থী সংগঠন আল-শাবাবের জঙ্গিরা এই হামলা চালিয়েছে।

আরও পড়ুন- কী ভাবে চিনা জাহাজ নোঙর করাতে রাজি হল কলম্বো? মুখে কুলুপ বেজিংয়ের

সূত্রের খবর, স্থানীয় সময় শুক্রবার রাতে সোমালিয়ার রাজধানী মোগাদিশুর হায়াত হোটেলে গোয়েন্দাদের একটি বৈঠক চলছিল। ঠিক সেই সময়ে আচমকা কয়েক জন জঙ্গি ঢুকে গুলি বর্ষণ শুরু করে। তার আগে হোটেলের বাইরে বিস্ফোরণও ঘটায়। এতেই এখনও পর্যন্ত ১৫ জন মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে, যাদের মধ্যে তিন জন নিরাপত্তারক্ষী। এছাড়াও হোটেলের অনেক মানুষ আহত হয়েছেন। হোটেলের ওপরের তলায় জঙ্গিরা আশ্রয় নিয়েছে বলেও জানা গিয়েছে। কাউকে বন্দি করে রাখা হয়েছে কিনা, তা এখনও নিশ্চিত না হলেও আশঙ্কা করা হচ্ছে।

শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও ওই হোটেলে সেনা ও পুলিশের সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় হচ্ছে। এখনও হোটেলেই জঙ্গিরা রয়েছে বলে জানা গিয়েছে। তবে হোটেলে বাকি যারা ছিলেন তাঁদের অনেককেই সেখান থেকে বেরিয়ে নিয়ে আসা হয়েছে বলেই খবর। সকলেই সুরক্ষিত আছেন। এক পুলিশ আধিকারিক ইতিমধ্যেই জানিয়েছেন, যারা মারা গিয়েছে তাঁরা সকলেই সাধারণ নাগরিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 16 =