ক্ষেপণাস্ত্র উড়ে এসে পড়ল গির্জায়, হত একাধিক! গাজা আরও রক্তাক্ত

ক্ষেপণাস্ত্র উড়ে এসে পড়ল গির্জায়, হত একাধিক! গাজা আরও রক্তাক্ত

church

গাজা: হামাসের বিরুদ্ধে আক্রমণ করতে গিয়ে গাজার এক হাসপাতালে হামলা হয়েছে। যদিও ইজরায়েল সেই হামলার দায় গাজারই অন্য এক জঙ্গিগোষ্ঠীর ঘাড়ে চাপিয়েছে। ঘটনা যাই হোক, হাসপাতালে হামলা নিয়ে নিন্দায় সরব হয়েছে একাধিক দেশ। এবার আরও একবার বড় অভিযোগ করা হল ইজরায়েলের বিরুদ্ধে। দাবি করা হয়েছে, গাজায় এক গির্জায় হামলা চালিয়েছে তারা। এই হামলায় ওখানে আশ্রয় নেওয়া একাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি হামাসের। 

আল-আহলি আরব হাসপাতালে হামলা চালানোর জন্য ইজরায়েল দোষ চাপিয়েছিল প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ বা পিআইজি গোষ্ঠীর ওপর। কিন্তু হামাস তা অস্বীকার করে। তারা দাবি করে, ইজরায়েলই সে হামলা করেছিল। এবারও একই জিনিস। হামাসের স্পষ্ট দাবি, বৃহস্পতিবার গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলা করে গির্জা গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েল সেনা। সেখানে আশ্রয় নেওয়া বেশ কয়েক জন নিহত এবং আহত হয়েছেন। যদিও প্রত্যক্ষদর্শীদের একাংশ জানিয়েছে, গির্জার কাছের একটি এলাকায় হামলা চালাতে চেয়েছিল ইজরায়েল বাহিনী। কিন্তু ক্ষেপণাস্ত্র এসে পড়ে গির্জার ওপরে। তাহলে কি ভুলবশত এই হামলা? 

ইতিমধ্যেই আকাশপথ ছাড়া স্থলপথেও গাজা আক্রমণ করেছে নেতানিয়াহুর সেনা। বিস্ফোরণ ঘটিয়ে একাধিক হামাস বাঙ্কার ইতিমধ্যেই ভেঙেছে তারা। ইজরায়েলের দাবি, দাবি, তাদের ওপর ব্যাপক অত্যাচার করেছে তারা। মহিলা তো আছেই, শিশুদের রেয়াত করা হয়নি। তবে গাজায় স্ট্রাইক চালিয়ে কয়েকজন হামাস সদস্যকে খতম করা হয়েছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 19 =