ট্রাকের দরজা খুলতেই মিলল থরে থরে সাজানো মৃতদেহ, ব্যাপক উত্তেজনা টেক্সাসে

ট্রাকের দরজা খুলতেই মিলল থরে থরে সাজানো মৃতদেহ, ব্যাপক উত্তেজনা টেক্সাসে

টেক্সাস: মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি ট্রাকের ভেতর থেকে উদ্ধার হল কমপক্ষে ৪৫টি মৃতদেহ। অন্যদিকে ওই ট্রাকের মধ্যে থেকেই ১৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় পুলিশ সূত্রের খবর, রেললাইনের খুব কাছে দাঁড় করানো ছিল এই ট্রাকটি। অনেকক্ষণ ধরে একই জায়গায় দাঁড়িয়ে থাকায় পুলিশের সন্দেহ হয় এবং তাঁরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের দরজা খুলেই এই ভয়াবহ দৃশ্য দেখতে পান। অনুমান করা হচ্ছে ট্রাকের সকল যাত্রীরাই আসলে শরণার্থী। একদল শরণার্থীকে নিয়ে টেক্সাসে এসেছিল ওই ট্রাকটি। কিন্তু কোনভাবে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে সেটি। আর তাতেই এই মৃত্যু মিছিল। যদিও আসল ঘটনা ঠিক কী তা নিয়ে এখনো মুখ খুলতে নারাজ স্থানীয় পুলিশ। এই ঘটনার সঙ্গে আমেরিকা-মেক্সিকো সীমান্তে মানুষ পাচারের মত ঘটনাও জড়িয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার ওই ট্রাক থেকে মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে। টেক্সাস শহর থেকে বেশ কিছুটা দূরে রেললাইনের পাশে দাঁড় করানো ছিল ট্রাকটি। মেক্সিকোর দমকল বিভাগের তরফ থেকে জানানো হয়েছে অত্যন্ত গরমের ফলেই ওই ৪৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে পুলিশের অনুমান, ওই ট্রাকের শরণার্থীদের সীমান্তের ওপারে পাচার করার উদ্দেশ্য নিয়েই ট্রাকটি টেক্সাসে আসছিল। তবে অন্য মহল সূত্রে খবর মৃত ব্যাক্তিরা শরণার্থী হিসেবে আমেরিকাতে আশ্রয় নিতে চেয়েছিল। সেই কারণেই তারা ট্রাকে ওঠে।

অন্যদিকে জানা যাচ্ছে এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের কাছ থেকে আসল ঘটনা জানতে শুরু হয়েছে পুলিশি জেরা। পাশাপাশি এই ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছে মেক্সিকো সরকারও। মেক্সিকোর বিদেশমন্ত্রী জানিয়েছেন, অত্যন্ত দুঃখজনক এই ঘটনা এবং ইতিমধ্যেই আসল ঘটনা জানতে মেক্সিকো থেকে রওনা দিয়েছে একটি প্রতিনিধি দল। তবে মৃতরা আদৌ মেক্সিকোর নাগরিক কিনা তা এখনও স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *