পৃথিবীর দিকে ধেয়ে আসছে একাধিক গ্রহাণু, সতর্ক করল নাসা

পৃথিবীর দিকে ধেয়ে আসছে একাধিক গ্রহাণু, সতর্ক করল নাসা

নয়াদিল্লি: একের পর এক বিপদের সম্মুখীন বিশ্ব৷ এবার দ্রুত গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে বেশ কিছু গ্রহাণু৷ জুন মাসের ৪, ৫ এবং ৬ তারিখের মধ্যে পৃথিবীর কান ঘেষে বরিয়ে যাবে এগুলি৷ সতর্ক করল নাসা৷ পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণুগুলির গতিবিধির উপর নজর রাখছে নাসার  ‘নিয়ার-আর্থ অবজেক্ট স্টাডিজ সেন্টার’ (CNEOS)। 

জানা গিয়েছে ছুটে আসা গ্রহাণুগুলির মধ্যে কোনওটি আকারে বেশ বড়, কোনওটা আবার মাঝারি, আবার কোনওটা ছোট৷ এরা প্রায় পর পরই ছুটে আসছে পৃথিবীর দিকে৷ এই গ্রহাণুগুলির নামকরণও করা হয়েছে৷ ‘২০২০কেএন৫’ গ্রহাণুটি ৪ জুন ধেয়ে আসবে পৃথিবীর দিকে৷ এর ব্যাস আনুমানিক ২৪ থেকে ৫৪ মিটার৷ পৃথিবীর খুব কাছ দিয়েই উড়ে যাবে এটি৷ পৃথিবী থেকে দূরত্ব থাকবে ৬১.৯ লক্ষ কিলোমিটার৷ আগামী ৫ জুন যে গ্রহাণুটি পৃথিবীর দিকে ছুটে আসছে সেটির নাম ‘২০২০কেএ৬’৷ পৃথিবীর থেকে ৪৪.৭ লক্ষ কিলোমিটার দূর দিয়ে উড়ে যাবে এটি৷ এই গ্রহাণুটির ব্যাস ১২ থেকে ২৮ মিটার৷ 

সবচেয়ে বড় গ্রহাণুটির নাম ‘১৬৩৩৪৮ (২০০২এনএন৪)’৷ যার পরিধি প্রায় ৫৭০ মিটার৷ আগামী ৬ জুন পৃথিবীকে মাত্র ৫০.৯ লক্ষ কিলোমিটার দূরে রেখে উড়ে যাবে এটি৷ পৃথিবী থেকে এর নিকটতম দূরত্ব পৃথিবী ও চাঁদের দূরত্বের ১৩ গুণ বেশি হবে। এই দিন ৩টে বেজে ২০ মিনিটে পৃথিবীর সব থেকে কাছাকাছি থাকবে। নাসার ‘ Asteroid Watch Widget’  গ্রাহণুগুলির পৃথিবী থেকে কতটা দূরে রয়েছে, এগুলির পরিধি কত প্রভৃতির উপর নজর রাখে৷ পৃথিবীর দিকে ধেয়ে আসা ১৫০ মিটারের বড় কোনও বস্তুকে বলা হয় 'potentially hazardous object'A.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *