চারটে গাড়ি, টাকা ভর্তি হেলিকপ্টার নিয়ে পালিয়েছেন গনি!

চারটে গাড়ি, টাকা ভর্তি হেলিকপ্টার নিয়ে পালিয়েছেন গনি!

কাবুল: আফগানিস্তান থেকে আগেই পালিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। তিনি জানিয়েছিলেন রক্তপাত যাতে বন্ধ থাকে সেই কারণেই তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন। কিন্তু জানা গিয়েছে, গনি দেশ ছেড়েছেন চারটে গাড়ি এবং টাকা ভর্তি চপার নিয়ে! প্রাথমিকভাবে তাঁর তাজাকিস্তান যাওয়ার কথা থাকলেও সেখানে তাঁর চপার নামতে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি, তাই জন্য তিনি এখন ওমানে গিয়েছেন বলে খবর।

রাশিয়ান এক নিউজ এজেন্সি জানাচ্ছে, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি হেলিকপ্টার ভর্তি টাকা নিয়ে পালিয়েছেন। যদিও কিছু টাকা তিনি নিয়ে যেতে পারেননি কারণ সেগুলি আর হেলিকপ্টারে ভরা যায়নি! এর পাশাপাশি রয়েছে চারটে গাড়ি। সূত্রের খবর সেই গাড়ি গুলিতেও ভর্তি রয়েছে টাকা। বেশ কিছুটা টাকার অংশ বাকি থাকায় সেগুলি হেলিকপ্টারে ভরা হয়েছিল কিন্তু তার পরেও কিছুটা রয়ে গিয়েছিল যা তিনি নিয়ে যেতে পারেননি। তবে তিনি এখন কোথায় রয়েছেন সেটা আপাতত জানা সম্ভব হয়নি তবে পরবর্তী ক্ষেত্রে তিনি যে আমেরিকায় চলে যেতে পারেনি তার একটা সম্ভাবনা তৈরি হয়েছে কারন এক সময় তিনি আমেরিকার নাগরিক ছিলেন। আফগানিস্তান প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি আমেরিকার নাগরিকত্ব ছেড়ে দেন কিন্তু তাঁর স্ত্রী এবং দুই সন্তান এখনো আমেরিকার নাগরিক। তাই মনে করা হচ্ছে ওমানে যদি গিয়ে থাকেন গনি তাহলে খুব তাড়াতাড়ি সেখান থেকে আমেরিকায় চলে যাবেন তিনি।

আরও পড়ুন- সংঘর্ষে ইতিমধ্যে মৃত ৫, তালিবান বলছে কাবুল শান্ত

এখন আফগান রাজধানীতে ঢুকে পড়েছে তালিবান, প্রেসিডেন্ট ভবনে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ এটাই এখন সেই দেশের বাস্তব চিত্র। ইতিমধ্যেই তালিবান ঘোষণা করেছে যে কাবুল মোটামুটি শান্ত এবং খুব তাড়াতাড়ি তারা সরকার গঠন করবে। এরপরই জানা গিয়েছে যে খুব দ্রুত মুছে যাবে আফগানিস্তানের নাম এবং বদলে যাবে দেশের পতাকা। তালিবান সূত্রে খবর, সেই দেশের নতুন নাম হতে চলেছে ‘ ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান’, বদলে যেতে চলেছে সেই দেশের চিরাচরিত পতাকা। এই খবর সামনে আসতে আরো বেশি আতঙ্কে চলে গিয়েছে আফগানরা কারণ তারা মনে করছে এবার আগের মতোই ইসলামিক আইন তৈরি হবে আফগানিস্তানে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *