কোনও টাকা নিয়ে দেশ ছাড়েননি! ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন গনি

কোনও টাকা নিয়ে দেশ ছাড়েননি! ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন গনি

দুবাই: তালিবান আফগানিস্তান দখল করতেই দেশ ছেড়ে পালিয়েছিলেন প্রেসিডেন্ট আশরাফ গনি। দাবি করা হয়েছিল যে তিনি দেশ ছাড়ার আগে চার-চারটে গাড়ি আর এক হেলিকপ্টার ভর্তি টাকা নিয়ে পালিয়েছিলেন! যদিও এই ইস্যুতে মুখ খুলে গনি দাবি করলেন যে, এমন খবর একেবারে ভিত্তিহীন, তিনি কোনও টাকা নিয়ে দেশ থেকে আসেননি। এমনকি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি করেন প্রাক্তন আফগান প্রেসিডেন্ট। 

আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসা: হাইকোর্টের রায়ে নাখুশ সৌগত, মানুষ বিচার পাবে, বললেন দিলীপ

গনির কথায়, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাঁকে অপদস্ত করার চেষ্টা করা হচ্ছে। তিনি দেশ ছেড়ে পালিয়ে এসেছেন ঠিকই কিন্তু কাবুল থেকে কোনও টাকা নিয়ে আসেননি বলে জানিয়েছেন তিনি। Al Jazeera-র রিপোর্ট অনুযায়ী প্রাক্তন আফগান প্রেসিডেন্টের বক্তব্য এমনই। দেশ থেকে পালিয়ে প্রথমে তাঁর তাজাকিস্তান যাওয়ার কথা থাকলেও সেখানে তাঁর চপার নামতে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি, তাই জন্য তিনি ওমানে গিয়েছিলেন বলে জানা গিয়েছিল। তবে আপাতত তিনি সপরিবারে সংযুক্ত আবর আমিরশাহিতে রয়েছেন বলে খবর। দেশ থেকে পালিয়ে আসা প্রসঙ্গে গনি আরও জানিয়েছিলেন, তিনি দেশে থাকলে তাঁর অবস্থাও প্রাক্তন প্রেসিডেন্ট নাজিবুল্লাহর মতোই হত৷ তবে তিনি দেশের মানুষের সঙ্গে ‘গদ্দারি’ করেননি৷ নিরাপত্তা বাহিনীর হাতে দেশকে দিয়ে এসেছেন৷ এক ভিডিও বার্তায় তিনি এও জানিয়েছেন, দেশ ছাড়ার সময় চটি ছেড়ে জুতো টুকু গলানোর সময় পাননি। 

আরও পড়ুন- NHRC-এর সুপারিশে স্বীকৃতি, ভোট পরবর্তী অশান্তি মামলায় CBI তদন্তের নির্দেশ হাইকোর্টে

এদিকে আবার আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আমেরিকা দাবি করেছে যে, তালিবানের বিরুদ্ধে লড়াই করার অনিচ্ছা ছিল আফগান সেনার। তারা আদতে লড়াই করতেই চায়নি, তাই এত তাড়াতাড়ি গোটা দেশ দখল করতে পেরেছে তালিবান। এই ইস্যুতে আমেরিকা আরো জানিয়েছে, বিগত বছরগুলি ধরে আফগান সেনাবাহিনীকে যথেষ্ট প্রশিক্ষণ দিয়েছে মার্কিন সেনা, কাদের সামর্থ্য এবং শক্তি সব ছিল। কিন্তু তালিবানের বিরুদ্ধে লড়াইয়ের ইচ্ছা শক্তি ছিল না, সেই কারণেই এমন পরিণতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 16 =